• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেওরের বিয়ে দিয়ে আবারও নিজের সর্বনাশ ডেকে আনলো পর্ণা! প্রকাশ্যে ‘নিম ফুলের মধু’র তুলকালাম প্রোমো

Published on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan gets angry with Parna as Chayan Ruchira got married

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছে জি বাংলার (Zee Bangla) এই সিরিয়াল। সেই সঙ্গে নিত্যনতুন চমক দিয়ে ধরে রাখছে দর্শকদের উত্তেজনা। এবার এই ধারাবাহিকেই (Bengali Serial) আসতে চলেছে হাইভোল্টেজ টুইস্ট।

কয়েকদিন আগেই দত্ত বাড়িতে ধুমধাম করে উদযাপন করা হয়েছে সৃজন-পর্ণার বিবাহবার্ষিকী। সেই রাতেই সকল দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসে দু’জনে। যদিও ফুলশয্যার পর ফের ডিভোর্স চেয়ে বসে সৃজন (Srijan)। তবে আদালতে গিয়ে মত বদল হয় তার। পর্ণাকে ডিভোর্স না দিতে ফের বাড়ি ফিরিয়ে আনে। শুধু তাই নয়, পর্ণার (Parna) সমর্থন করে নিজের মায়ের বিরোধিতা অবধি করে বাবু।

Neem Phooler Madhu

এত অবধি দেখে অনেকেই ভেবেছিল, এবার হয়তো সৃজন-পর্ণার মধ্যেকার যাবতীয় ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। তবে না এমনটা হল না! ক্ষণিকের জন্য দু’জনের মিল হলেও ফের পর্ণার থেকে আলাদা হতে চাইছে সৃজন। ধারাবাহিকের সাম্প্রতিক প্রোমোয় (Promo) দেখা গিয়েছে সেই দৃশ্য।

আরও পড়ুনঃ দীপার জীবনে দ্বিতীয় পুরুষ, ফিরিয়েছে সোনা-রূপা! দুর্ঘটনার কবলে সূর্য, ফাঁস আজকের তুলকালাম পর্ব

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘নিম ফুলের মধু’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দত্ত বাড়ির নিয়মের তোয়াক্কা না করে বিয়ে করে নিয়েছে চয়ন (Chayan)-রুচিরা (Ruchira)। তাদের এই সিদ্ধান্তে বেজায় খুশি পর্ণা। বাড়ির সবাইকে আনন্দ করে ডাকতে থাকে সে।

Neem Phooler Madhu Chayan Ruchira got married

পর্ণার ডাক শুনে এক এক করে উপস্থিত হয় বাড়ির সকলে। চয়ন-রুচিরা বিয়ে করে নিয়েছে দেখে দত্ত বাড়ির প্রত্যেকেই বেশ অবাক হয়ে যায়। এমতাবস্থায় সৃজনের যাবতীয় রাগ গিয়ে পড়ে পর্ণার ওপর। আসলে দত্ত বাড়িতে প্রেম করে বিয়ে নিষিদ্ধ। তাই স্বাভাবিকভাবেই চয়ন-রুচিরার সম্পর্কে খুশি ছিল না কেউ। তবে শুরু থেকেই তাদের পাশে ছিল পর্ণা।

আরও পড়ুনঃ সে রাতের ভিডিও ফাঁস করে দেব, শেষমেশ নীলকে ব্ল্যাকমেল করছে ময়ূরী! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র পর্ব

চয়ন-রুচিরার প্রেমে সাহায্য করার জন্যই পর্ণাকে ডিভোর্স দিতে চেয়েছিল সৃজন। ভাগ্যচক্রে সেই ডিভোর্স আটকে গেলেও এবার দু’জনে বিয়ে হয়ে যাওয়ায় বেজায় চটে যায় বাবু। সে সবার  সামনে পর্ণাকে বলে, একটা সম্পর্ক বাঁচাতে গিয়ে তুমি আরেকটা সম্পর্ক ভেঙে দিলে? স্বামীর মুখে একথা শুনে কেঁদে ফেলে পর্ণা। তাহলে কি আবার পর্ণাকে ডিভোর্স দেবে বাবু?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥