• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সে রাতের ভিডিও ফাঁস করে দেব, শেষমেশ নীলকে ব্ল্যাকমেল করছে ময়ূরী! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Icche Putul Mayuri blackmails Neel

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। চরমে উঠেছে মেঘ, নীল, ময়ূরীর জীবনের টানাপোড়েন। আর সেটাই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দর্শকরা। একদিকে মেঘকে নিজের জীবনে ফিরে পেতে মরিয়া নীল, অন্যদিকে দু’জনকে আলাদা করতে উঠেপড়ে লেগেছে ময়ূরী। সেই জন্য এবার চরম পদক্ষেপ নিতে চলেছে সে।

‘ইচ্ছে পুতুল’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, অষ্টমীর রাতে নীলের পাড়ায় গান গাওয়ার পর ঠাম্মিতে দেখতে গাঙ্গুলী বাড়িতে যায় মেঘ (Megh)। সেখানে ঠাম্মি তাকে ফিরে আসার অনুরোধ করলে মুখের ওপর না বলে দেয় সে। এরপর কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে মেঘ। বাড়িতে ফিরেও সে চোখের জল ফেলতে থাকে।

Zee Bangla Bengali serial Icche Putul Megh says I won’t return to Ganguly house to Neel’s Thammi

অন্যদিকে বারবার নীলের (Neel) মেঘকে গাঙ্গুলী বাড়ি নিয়ে যাওয়ার বিষয়টা একেবারেই পছন্দ হচ্ছে না ময়ূরীর (Mayuri)। সেই জন্য সে এবার নিজের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবে বলে ঠিক করে। নীল এবং নিজের ঘনিষ্ঠতার মিথ্যে ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করার প্ল্যান কষে সে।

আরও পড়ুনঃ দীপার জীবনে দ্বিতীয় পুরুষ, ফিরিয়েছে সোনা-রূপা! দুর্ঘটনার কবলে সূর্য, ফাঁস আজকের তুলকালাম পর্ব

ধারাবাহিকের (Bengali Serial) আজকের পর্বে দেখতে পাবেন, রাতের বেলা নীলকে ফোন করেছে ময়ূরী। সে বলে, এতকিছুর পরেও আমি তোমায় ভীষণ ভালোবাসি নীল। সেকথা শুনে ভীষণ রেগে যায় নীল। সে চিৎকার করে বলে, চুপ করো ময়ূরী। আর একবারও যদি আমায় ফোন করো…।

Icche Putul Mayuri blackmails Neel

নীল কথা সম্পূর্ণ করার আগেই ময়ূরী বলে, জানো তো, আমার একটা ভীষণ ভালো ফোন আছে। সেখানে ভিডিও-ও রেকর্ড করা যায়। আর সেটা রেকর্ড হয়ে গেছে। আমি তো তোমায় সেটা দেখিয়েছিলাম, মনে নেই? ময়ূরীর মুখে একথা শুনে চমকে ওঠে নীল।

আরও পড়ুনঃ টলিউডের জন্য ফিরিয়েছেন বলিউডের অফার, বাংলা ছবিকে জাতীয় স্তরে নিয়ে যাব, স্পষ্ট জানালেন জিৎ

ময়ূরী ঠিক করেছে নীলকে বদনাম করার জন্য তাদের মিথ্যে ঘনিষ্ঠতার ভিডিও নীলের ইউনিভার্সিটিতে গিয়ে দেখাবে। পেশাগত জায়গায় তাকে অপদস্ত করার প্ল্যান করেছে ময়ূরী। এদিনের পর্বে সে বলে, আমি যেমন মন দিয়ে কাউকে ভালোবাসি, তেমনই সর্বনাশটাও ভীষণ প্যাশনেটলি করি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥