• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপার জীবনে দ্বিতীয় পুরুষ, ফিরিয়েছে সোনা-রূপা! দুর্ঘটনার কবলে সূর্য, ফাঁস আজকের তুলকালাম পর্ব

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটির টিআরপি দিন দিন কমছে। বেঙ্গল টপার হওয়া তো দূর, সোজা ষষ্ঠ স্থানে নেমে এসেছে এই মেগা। তবে রেটিং যেমনই হোক না কেন, দর্শকমহলে ধারাবাহিকটির জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। বিশেষত অর্জুনের এন্ট্রির পর থেকে জমে উঠেছে সিরিয়ালের (Bengali Serial) কাহিনী।

বর্তমান প্লট অনুযায়ী, স্কুলের রিইউনিয়নে মুখোমুখি হয়েছে দীপা-অর্জুন। এত বছর পর দীপাকে (Deepa) সামনে দেখে স্বাভাবিকভাবেই বেশ খুশি অর্জুন। অল্প সময়ের মধ্যে সোনা-রূপারও মন জয় করে নিয়েছে সে। গত পর্বে দেখানো হয়, রিইউনিয়নের ফাঁকেই ধুমধাম করে সোনা-রূপার জন্মদিন উদযাপন করে অর্জুন (Arjun)। অন্যদিকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে সূর্য।

   

Anurager Chhowa Deepa Sona Rupa and Arjun

আজকের পর্বে দেখতে পাবেন, সূর্যকে (Surjya) দেখে তাকে প্রচুর অপমান করে ঊর্মি। সূর্য বোঝনোর চেষ্টা করে এই পরিস্থিতির জন্য সে দায়ী নয়। তবে ঊর্মি সেকথা শুনতে নারাজ। চোখে আঙুল দিয়ে সূর্যকে তার ভুলগুলো দেখাতে থাকে সে। এরপর সেখানে আসে দীপা। আর তাদের ফলো করে চলে আসে মিডিয়ার লোকজন।

আরও  পড়ুনঃ এতদিনে পর্ণার হয়ে মায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অবশেষে সৃজনের কান্ড দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা

দীপাকে দেখতে পেয়েই তাকে দোষারোপ করতে থাকে সূর্য। সে বলে, দীপা তার জন্য অপেক্ষা না করে সোনা-রূপাকে নিয়ে রিইউনিয়নে চলে এসেছে। দীপাও সূর্যকে বোঝানোর চেষ্টা করে যে, বাচ্চা দু’টো খুব কষ্ট পাচ্ছিল। বেশ কিছুক্ষণ ধরে এই দোষারোপ চলতে থাকে।

আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে বাড়বে TRP, জনপ্রিয় এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!

Anurager Chhowa Surjya Deepa and Joy

এরপর আচমকা সূর্য বলে, সে সোনা-রূপাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। স্বামীর এমন অন্যায্য দাবি শুনে হতবাক হয়ে যায় দীপা। তখনই সেখানে চলে আসে সোনা-রূপা (Sona Rupa)। বাবাকে দেখে রূপা প্রথমে বলে, সে মা-কে ছেড়ে কোত্থাও যাবে না।

অন্যদিকে সোনার মুখেও শোনা যায় এক কথা। সে বলে, পাতা মেয়ে আর মা-কে ছেড়ে সে কোথাও যেতে পারবে না। যদি ওরা যায় তাহলেই সে যাবে। মেয়েরা মুখের ওপর ফিরবে না বলে দেওয়ায় ভীষণ কষ্ট পায় সূর্য। এরপর গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে সে। অন্যদিকে এত কিছুর পরেও সূর্যর জন্য চিন্তা করতে থাকে দীপা। সূর্যর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেই কি সোনা-রূপাকে সেনগুপ্ত বাড়ি পাঠিয়ে দেবে দীপা? উত্তর মিলবে আগামী পর্বে।