• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চয়ন-রুচিরাকে এক করতে হলে সৃজনকে ছাড়তে হবে! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan asks Parna to leave Dutta house

জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকটি নিয়ে দর্শকদের চর্চার অন্ত নেই। শুরু থেকেই টিআরপি তালিকায় প্রথম পাঁচে নিজের স্থান ধরে রেখেছে এই সিরিয়াল। বাংলা টেলিভিশনের তথাকথিত পরকীয়া কুটকচালির ভিড়ে একান্নবর্তী পরিবারের কাহিনী দেখিয়ে অল্প সময়েই সকলকে মুগ্ধ করেছে সৃজন, পর্ণা, কৃষ্ণারা। এবার এই সিরিয়ালেই (Serial) আসতে চলেছে প্রলয় পর্ব।

‘নিম ফুলের মধু’র নিয়মিত দর্শকরা জানেন, সৃজন (Srijan) এবং পর্ণার (Parna) সম্পর্কে এখন খানিকটা দূরত্ব তৈরি হয়েছে। বাবু এখন নিজের বৌয়ের ওপর একটু রেগে আছে। আর সেই রাগটাকেই কাজে লাগাচ্ছে ঈশা। সে এখন পর্ণাকে দত্ত বাড়ি থেকে তাড়িয়ে শাড়ির ব্যবসার মালকিন হতে চায়। আর সেই জন্যই সে সৃজনের কানে বিষ ঢেলে পর্ণাকে শ্বশুরবাড়ি থেকে তাড়াতে চায়।

Neem Phooler Madhu, Neem Phooler Madhu promo

অপরদিকে আবার সদ্য পুলিশে চাকরি পেয়েছে পর্ণার দেওর চয়ন (Chayan)। সে আবার পর্ণারই বান্ধবী রুচিকে (Ruchi) ভীষণ ভালোবাসে। চয়ন এখন রুচির সঙ্গে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চায়। দেওর এবং বান্ধবীর এই সম্পর্কে পর্ণা ভীষণ খুশি হলেও, দত্ত বাড়ির বেশিরভাগ সদস্যের আপত্তি রয়েছে এই সম্পর্কে।

আরও পড়ুনঃ সমস্ত শয়তানি ফাঁস, এবার জেলে যাবে মিশকা! দীপার বুদ্ধি দেখে সাবাশ বলছে দর্শকেরা

Neem Phooler Madhu, Neem Phooler Madhu promo

আরও পড়ুনঃ ৬০ পেরিয়েও হ্যান্ডসাম, জন্মদিনে নতুন লুকে চমকে দিলেন প্রসেনজিৎ, শুভেচ্ছায় ভরালো ভক্তরা

যদিও পর্ণা অনবরত চয়ন এবং রুচির মিল করানোর চেষ্টা করে যাচ্ছে। এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো (Promo)। সেখানে চয়ন এবং রুচির হাতে হাত রেখে পর্ণা বলে, ‘যতই বাধা আসুন তোদের দু’জনকে আমি এক করবই’। পর্ণার কথা শেষ হতে না হতেই মা, ঈশা এবং দাদাকে নিয়ে ঘরে ঢোকে সৃজন।

সে পাল্টা হুমকির সুরে বলে, ‘ওরা দু’জন এক হলে তোমাকে আমার থেকে আলাদা হতে হবে পর্ণা’। তাহলে কি দেওরের সংসার পাততে গিয়ে ভেঙে যাবে সৃজন-পর্ণার ঘর? চয়ন-রুচিকে এক করতে গিয়ে কি সত্যি সত্যিই দত্ত বাড়ি থেকে চলে যেতে হবে পর্ণাকে? উত্তর মিলবে ধারাবাহিকের প্রলয় পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥