• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬০ পেরিয়েও হ্যান্ডসাম, জন্মদিনে নতুন লুকে চমকে দিলেন প্রসেনজিৎ, শুভেচ্ছায় ভরালো ভক্তরা

Published on:

Tollywood actor Prosenjit Chatterjee fitness routine will shock you

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) যদি টলিউডের অনিল কাপুর বলা হয় তাহলে বোধহয় খুব একটা ভুল হবে না। কারণ দুই অভিনেতারই বয়স যেন দিন দিন কমছে! বুম্বাদা যেমন সম্প্রতি ৬১ বছরে পা দিয়েছেন। জন্মদিনের (Birthday) দিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও শেয়ার করেছেন টলিউড (Tollywood) অভিনেতা। কিন্তু তা দেখে মনে হচ্ছে, তাঁর বয়স খুব জোর হলে ৪০!

নিজের ফিটনেস (Fitness) ধরে রাখার জন্য প্রসেনজিৎ বেশ কড়া ডায়েট মেনে চলেন। বছরের পর বছর ধরে এই রুটিন মেনে চলছেন তিনি। আর তার ফলই এখন অভিনেতার চেহারায় দেখা যাচ্ছে। খাতায় কলমে এক বছর করে বয়স বাড়লেও বুম্বাদাকে দেখে সেকথা বোঝা দায়। ৬০ পেরিয়েও অনায়াসে তরুণ অভিনেতাদের টেক্কা দেন তিনি।

Prosenjit Chatterjee, Prosenjit Chatterjee fitness routine

শোনা যায়, সকাল থেকে নিজের খাওয়াদাওয়ার ওপর টলি সুপারস্টারের নিয়ন্ত্রণ শুরু হয়ে যায়। অভিনেতার ডায়েট চার্টে থাকে ওটস, নানা রকমের সবজি, সুজি এবং ভিন্ন ভিন্ন ধরণের ফল। মাছও খান বুম্বাদা। তবে সেই মাছ রসিয়ে-কষিয়ে রান্না করা নয়, বরং তা হয় বেকড।

আরও পড়ুনঃ টলিউডে কাজ কম, তাই সিনেমা থেকে সিরিয়ালে! ইন্ডাস্ট্রির অন্দরের সত্যি ফাঁস করলেন ‘মিলি’র নায়ক

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি সারাদিন প্রচুর পরিমাণে জল খান প্রসেনজিৎ। সেই সঙ্গে রাতে একেবারেই ভারী খাবার খাওয়ার পক্ষপাতী নন তিনি। শুনলে হয়তো অবাক হবেন, ডিনারে স্রেফ শশা এবং দই খান ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ। শোনা যায়, বাইরের খাবার একেবারেই খান তিনি অভিনেতা। আর এটাই তাঁর ফিটনেস ধরে রাখার সবচেয়ে বড় টিপস।

আরও পড়ুনঃ সিনেমা সিরিয়াল অতীত, এবার নতুন রূপে ওয়েব দুনিয়ায় আসছেন ‘কলকাতার রসগোল্লা’ দেবশ্রী!

Prosenjit Chatterjee, Prosenjit Chatterjee fitness routine

প্রসঙ্গত, এই মুহূর্তে প্রসেনজিৎ নিজের আসন্ন ছবি নিয়ে বেশ ব্যস্ত আছেন। চলতি বছর পুজোয় রিলিজ করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়ের বহুপ্রতীক্ষিত ছবি ‘দশম অবতার’। ‘বাইশে শ্রাবণ’র পর ফের এই ছবিতে অফিসার প্রবীরের চরিত্রে দেখা যাবে তাঁকে।


প্রসেনজিৎ ছাড়াও সৃজিতের এই ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, জয়া এহসানের মতো তারকারা। আপাতত সেই ছবির প্রচার নিয়েই ভীষণ ব্যস্ত আছেন টলিপাড়ার ‘ইন্ডাস্ট্রি’। সেই ব্যস্ততার মাঝেই পরিবারের সঙ্গে জন্মদিনটা সেলিব্রেট করেছেন বুম্বাদা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥