• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সমস্ত শয়তানি ফাঁস, এবার জেলে যাবে মিশকা! দীপার বুদ্ধি দেখে সাবাশ বলছে দর্শকেরা

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa exposes Mishka

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। রোজ সিরিয়ালের কাহিনীতে একের পর এক টুইস্ট আসছে। আর তাতেই ঘুরে যাচ্ছে গল্পের মোড়। কয়েকদিন আগেই দেখানো হয়েছে, সূর্যর সন্তানের মা হওয়ার কথা ঘোষণা করেছে মিশকা (Mishka)। সেই সঙ্গে সে এও দাবি করে, সূর্য নাকি বেশ কয়েকবার তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে। এরপর থেকে পদে পদে হেনস্থা হতে হচ্ছে সেনগুপ্ত বাড়ির সকলকে।

আসলে সূর্য-দীপাকে (Deepa) আলাদা করার জন্য এই নোংরা চক্রান্ত করেছে মিশকা। তবে দীপা তার এই চক্রান্তে পা দেয়নি। বরং প্রথমদিন থেকে সূর্যর পাশে দাঁড়িয়েছে সে। সেই সঙ্গেই প্রতিজ্ঞা করেছিল শীঘ্রই মিশকার এই নোংরা খেলা শেষ করবে সে। অবশেষে চলে এল সেই দিন। ধারাবাহিকের (Bengali Serial) আজকের পর্বে দেখতে পাবেন, সবার সামনে মিশকার আসল মুখোশ খুলে দিয়েছে দীপা।

Anurager Chhowa, Anurager Chhowa Deepa and Mishka

সূর্যকে (Surjya) কাছে পেতে মিশকা যে কতখানি নীচে নামতে পারে তা ভালো করে জানে দীপা। সে এটাও জানে, ডাক্তারকে টাকা খাইয়ে ফের মিথ্যা রিপোর্ট বানিয়েছে মিশকা। তাই জন্য এবার পাল্টা ছক কষে সে। তবলার সাহায্য নিয়ে দীপা লাইভে গিয়ে বলে, মিশকার কথায় সে বিশ্বাস করেছে। আর সেই জন্য এবার সে সূর্যকে ডিভোর্স দিয়ে দেবে।

আরও পড়ুনঃ টলিউডে কাজ কম, তাই সিনেমা থেকে সিরিয়ালে! ইন্ডাস্ট্রির অন্দরের সত্যি ফাঁস করলেন ‘মিলি’র নায়ক

দীপা ভালোভাবে জানতো, একথা শুনলেই মিশকা সব সত্যি স্বীকার করে নেবে। ঠিক তেমনটাই হয়। সূর্য-দীপার ডিভোর্স হয়ে যাচ্ছে শুনেই আনন্দে আত্মহারা হয়ে সব সত্যি কবুল করে নেয় সে। দীপা-কবীরের ভাইবোনের সম্পর্ককে কালিমালিপ্ত করা থেকে সূর্যর কানে বিষ ঢালা- নিজের সব কুকর্মের কথা মেনে নেয় সে। লাইভে নিজের প্রিয় বান্ধবীর এই চেহারা দেখে হতবাক হয়ে যায় সূর্য।

আরও পড়ুনঃ ৬০ পেরিয়েও হ্যান্ডসাম, জন্মদিনে নতুন লুকে চমকে দিলেন প্রসেনজিৎ, শুভেচ্ছায় ভরালো ভক্তরা

Anurager Chhowa, Anurager Chhowa Mishka and Tabla

মিশকা একে একে নিজের যাবতীয় কুকর্মের কথা স্বীকার করে নেওয়ার পর দীপা জানায়, সে আসলে ডিভোর্সের মিথ্যে নাটক করেছিল। সেকথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে মিশকার। এরপর মহিলা কমিশনের মহিলারা তাকে ঘিরে ধরে। এমনকি মিশকাকে পুলিশে দেওয়ার কথাও বলেও তারা।

কিন্তু তখন বাধা দেয় দীপা। মিশকা গর্ভবতী বলে তাকে শেষ সুযোগ দেওয়ার কথা বলে সে। যদিও এই সুযোগ পেয়েও বিন্দুমাত্র বদলায়নি মিশকা। দীপা চলে যাওয়া মাত্রই আবার প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে সে। ধরা পড়ে যাওয়ার পর মিশকা এবার নতুন কোন চাল চালে সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥