• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভেঙে যাচ্ছে সৃজন-পর্ণার জুটি, রুবেলের পা ভাঙতেই নতুন ‘বাবুউউ’ আসছে ‘নিম ফুলের মধু’তে!

Updated on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Srijan actor Rubel Das might get replaced

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। সিরিয়ালের নায়ক-নায়িকা সৃজন (Srijan) তথা বাবু এবং পর্ণার (Parna) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাস (Rubel Das) এবং অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। তাঁদের জুটি দারুণ পছন্দ দর্শকদের। তবে শোনা যাচ্ছে, সেই জুটিতে নাকি ভাঙন ধরতে চলেছে!

‘নিম ফুলের মধু’ এমন একটি সিরিয়াল যেখানে রোজ ধারাবাহিকের গল্পে কিছু না কিছু টুইস্ট আসতে থাকে। আর সেখান থেকেই শুরু হয় পর্ণার নতুন অভিযান। তা সে লখনৌ গিয়ে কাকাকে বাঁচানো হোক, বা হাসপাতালের দুর্নীতি ফাঁস করা হোক। আর পর্ণার এই সব অভিযানে তাঁর পাশে থাকে স্বামী সৃজন। রুবেল-পল্লবী এখন সিংহভাগ দর্শকের কাছেই  সৃজন-পর্ণা নামেই পরিচিত।

Neem Phooler Madhu Srijan and Parna, Rubel Das and Pallavi Sharma

সম্প্রতি পর্দার সৃজনই শ্যুটিং করতে গিয়ে গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছেন। ধারাবাহিকের একটি অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করছিলেন রুবেল। আর সেই শ্যুটিং করতে গিয়েই ঘটে বিপদ। বুধবার ইনস্টাগ্রামে রুবেলের ছবি পোস্ট করে সেকথা জানান তাঁর প্রেমিকা তথা জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।

রুবেলের চোট পাওয়ার খবর সামনে আসা মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। জানা গিয়েছে, মঙ্গলবার ‘নিম ফুলের মধু’র একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল। সেই সময় বাসের ওপর থেকে লাফ দিতে গিয়েই আচমকা পড়ে যান রুবেল। তিনি এতটাই বেকায়দায় পড়ে যান যে তাঁর দু’পায়ের গোড়ালি ভেঙে যায়। কিন্তু চিন্তার বিষয় হল, এই মুহূর্তে সিরিয়ালে সৃজনের প্রয়োজন অনেকখানি।

আরও পড়ুনঃ একেবারে বেহায়া! সূর্যকে পেতে দীপাকে কাঁদিয়ে ছোট্ট সোনাকে হাতিয়ার বানাচ্ছে মিশকা

Neem Phooler Madhu Srijan, Rubel Das, Neem Phooler Madhu Rubel Das

অপরদিকে শ্বেতা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আপাতত ৬ সপ্তাহ রুবেলকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকেরা। দরকার পড়লে অস্ত্রোপচারও করাতে হতে পারে। তাহলে কি এবার সৃজনকে ছাড়াই এগোবে ‘নিম ফুলের মধু’র গল্প? রুবেলের জায়গা কীভাবে ভরাট করবেন পরিচালক? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।

আরও পড়ুনঃ কান ধরে ক্ষমা চাইল সূর্য! মান-অভিমান মিটিয়ে ‘সুদীপা’র রোম্যান্স দেখে চোখ জুড়োলো দর্শকদের


এসবের মাঝেই গুঞ্জন শোনা যাচ্ছে, রুবেলের জায়গায় ‘নিম ফুলের মধু’র জন্য নাকি নতুন নায়ক খোঁজা হচ্ছে। তাহলে কি এখানেই ভেঙে গেল রুবেল-পল্লবীর জুটি? কারণ রুবেলকে দেড় মাস বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকেরা। সেক্ষেত্রে নায়ক ছাড়া এত লম্বা সময় কীভাবে সিরিয়ালের গল্প এগিয়ে নিয়ে যাবেন নির্মাতারা? সবার মনে উঁকি দিচ্ছে এই প্রশ্ন। যদিও এখনও সিরিয়ালের নির্মাতাদের তরফ থেকে এই বিষয়ে কিছু অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। তাই জল্পনা-কল্পনা চলেই যাচ্ছে। সেই সঙ্গে সকলে এটাও প্রার্থনা করছেন, যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন রুবেল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥