• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে বেহায়া! সূর্যকে পেতে দীপাকে কাঁদিয়ে ছোট্ট সোনাকে হাতিয়ার বানাচ্ছে মিশকা

Published on:

Anurager Chhowa serial Mishka and Sona's funny video goes viral

Anurager Chowa Serial Update: স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রতিটা পর্বেই এখন থাকছে হাই ভোল্টেজ ড্রামা। কিন্তু এই সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) বিচ্ছেদ পর্ব যেন কিছুতেই শেষ হওয়ার নয়। এই সিরিয়ালের একটার পর একটা পর্ব যত এগোচ্ছে ততই মিশকার মগজ ধোলাইয়ে দীপার প্রতি সূর্যের মন বিষিয়ে যাচ্ছে আরও। তাই সিরিয়ালটি দেখে এবার রীতিমতো বিরক্ত হয়ে পড়েছেন দর্শক।

কিন্তু সেনগুপ্ত বাড়ির দুই মিষ্টি মেয়ে সোনা রুপার অনবদ্য অভিনয় দেখে সিরিয়াল থেকে চাইলেও মুখ ফিরিয়ে নিতে পারছে না কেউই  সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন সোনার অসুস্থতার কারণে এবং শাশুড়ি লাবণ্য সেনগুপ্তের কথায় সেনগুপ্ত বাড়িতে এসে উঠেছে দীপা। শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়েই ডাক্তারবাবুর  অপমান মুখ বুজে সহ্য করে নিচে সে।

Anurager Chhowa Old episode telecast audience got angry on Star Jalsha

এক ছাদের তলায় থাকতে থাকতে মাঝেমধ্যেই  দীপার প্রতি সূর্যের মন গলছে ঠিকই কিন্তু পরক্ষণেই মিশকার বলা কথাগুলো মনে পড়তেই  আবার নির্বোধের মতো আচরণ করতে শুরু করছে সূর্য। অন্যদিকে বাড়ির বাইরে থেকেই দীপাকে নতুন করে ফাঁসানোর জন্য একের পর এক ফন্দি এটে চলেছে মিশকা।

আর এবার সূর্যকে ফাঁসাতে আগামী দিনে সূর্যের সবচেয়ে দুর্বল জায়গা অর্থাৎ সোনাকেই হাতিয়ার বানাতে চলেছে মিশকা।তাই দীপাকে আউট করে দিয়ে এবার সোনার পড়াশোনার দায়িত্ব নেবে মিশকা। আর বেস্ট ফ্রেন্ড মিশকা  সোনা’মার  ফুলমার জায়গা নেওয়ায় আপাতত আপত্তি জানাচ্ছে না সূর্য।

আরও পড়ুনঃ কান ধরে ক্ষমা চাইল সূর্য! মান-অভিমান মিটিয়ে ‘সুদীপা’র রোম্যান্স দেখে চোখ জুড়োলো দর্শকদের

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,সোনা,Sona,মিশিতা রায় চৌধুরী,Misheeta Ray Chowdhury,ভাইরাল ভিডিও,Viral Video,পড়াশোনা,Study

তবে চিন্তার কারণ নেই, কারণ এমনটা সিরিয়ালে ঘটছে না ঘটেছে সোশ্যাল মিডিয়ায়। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মিশকা অভিনেত্রী অহনা দত্ত একটি রীল ভিডিও শেয়ার করেছেন পর্দার সোনা বেবি অর্থাৎ শিশু অভিনেত্রী মিশিতা রায়চৌধুরীর সাথে।

আরও পড়ুনঃ বিদ্যাসাগরের নাতনি! ‘নিম ফুলের মধু’তে কাজের বহর দেখে কটাক্ষ নেটিজেনদের

সেখানেই দেখা যাচ্ছে মজা করেই ছোট্ট সোনাকে পড়ানোর দায়িত্ব নিয়েছে পর্দার মিশকা। সেনগুপ্ত বাড়ির এই ছোট্ট সদস্যকে পড়ানোর সেই মজার ভিডিওই ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥