• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কান ধরে ক্ষমা চাইল সূর্য! মান-অভিমান মিটিয়ে ‘সুদীপা’র রোম্যান্স দেখে চোখ জুড়োলো দর্শকদের

Published on:

Star Jalsha Bengali serial Surjya apologized to Deepa video goes viral

Star Jalsha Bengali serial Surjya apologized to Deepa: এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) রাজত্ব করছে কেবলমাত্র রাজত্ব করছে স্টার জলসার (Star Jalsha) টপার সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য-দীপার গল্পে এখন বুঁদ সিরিয়ালপ্রেমী মানুষরা। প্রত্যেকদিন ধারাবাহিকের গল্পে কোনও না কোনও টুইস্ট আসছে, আর তা দেখে উত্তেজনা চেপে রাখা দায় হয়ে পড়ছে দর্শকদের। আর সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়ে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’।

স্টার জলসার এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন, মিশকার ষড়যন্ত্রের জন্য সূর্য (Surjya) দীপা (Deepa) একে অপরের থেকে আলাদা থাকে। বছরের পর বছর ধরে তাঁদের মধ্যে এই ভুল বোঝাবুঝি চলে আসছে। আর তার ফলে কষ্ট পাচ্ছে ছোট্ট সোনা-রূপা। দর্শকদের এখন একটাই চাহিদা, শীঘ্রই মিল দেখানো হোক সূর্য-দীপার।

Anurager Chhowa Surjo Deepa Romance Upcoming Episode

আস্তে আস্তে যদিও সূর্যর সামনে সকল সত্যির খোলসা হচ্ছে। ইতিমধ্যেই রূপা নিজের পিতৃপরিচয় জানতে পেরে গিয়েছে। সোনাও নিজের জন্মপরিচয় জানতে মরিয়া। এসবের মাঝেই সূর্য জানতে পারবে, সোনা আসলে দীপার সন্তান। দর্শকদের অনুমান, এই সত্যিটা জানার পরেই সূর্য-দীপা ফের এক হবে। আবার শুরু হবে ‘সুদীপা’র রোম্যান্স।

এসব জল্পনা-কল্পনার মাঝেই নেটপাড়ায় তুমুল ভাইরাল (Viral) হয়েছে ভালোবাসা-অভিমানে মোড়া সূর্য-দীপার একটি মিষ্টি ভিডিও (Video)। সেখানে দেখা যাচ্ছে, কান ধরে দীপার কাছে ক্ষমা (Apologize) চাইছে সূর্য। এই ভিডিও দেখে অনেকেই ভাবতে শুরু করে দিয়েছেন, শীঘ্রই হয়তো সিরিয়ালে দেখা যেতে চলেছে এই দৃশ্য।

আরও পড়ুনঃ সকলকে তাক লাগিয়ে নতুন রূপে ফিরছেন মিঠাই সিরিয়ালের ‘ধারা’, প্রকাশ্যে এল ফার্স্ট লুক

Anurager Chhowa Surjya and Deepa, Anurager Chhowa Surjya apologizes to Deepa

তবে আসলে এমনটা নয়। বরং এটি একটি রিল ভিডিও। সেখানে সূর্য অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) অভিনয় করেছেন মাত্র। সিরিয়ালের ট্র্যাকের সঙ্গে এই ভিডিওর কোনও যোগ নেই। যদিও দর্শকরা বলছেন, ধারাবাহিকেও যদি এমনটা দেখানো হয় তাহলে মন্দ হয় না।

আরও পড়ুনঃ ‘দেখতে সুন্দর হলেই নায়িকা, আমার মেয়ের গড়ন এমন নয়!’ কাস্টিং নিয়ে বিস্ফোরক সুদীপ্তা


আসলে মাসের পর মাস ধরে সূর্য-দীপার ভুল বোঝাবুঝি এবং মান-অভিমান দেখতে দেখতে দর্শকদের একাংশ বেশ বিরক্ত হয়ে গিয়েছেন। তাঁদের দাবি, সিরিয়ালে এবার মিশকার পর্দাফাঁস করে ‘সুদীপা’র মিল দেখানো হোক। এবার দেখা যাক, ‘অনুরাগের ছোঁয়া’র নির্মাতারা দর্শকদের এই দাবি শোনেন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥