• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবুউউর মায়ের মুখে ঝামা! বিচ্ছেদ ভুলে উৎসবের আয়োজন, ফাঁস সৃজন-পর্ণার বিবাহবার্ষিকী স্পেশাল পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় দুই ধারাবাহিক (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) এবং ‘ফুলকি’ (Phulki)। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় ওপরের দিকে থাকে এই দুই সিরিয়ালের নাম। জমজমাট কাহিনী দেখিয়ে দর্শকদের ড্রয়িং রুমে পাকাপাকি স্থান করে নিয়েছে এই দুই মেগা। এবার এই দুই ধারাবাহিকের মহাপর্বের সাক্ষী থাকতে চলেছেন দর্শকরা।

‘নিম ফুলের মধু’ নিয়মিত দর্শকরা জানেন, সিরিয়ালে এখন সৃজন (Srijan)-পর্ণার (Parna) ভুলবোঝাবুঝির ট্র্যাক চলছে। বাবুউউর মা এবং ঈশার কান ভাঙানিতে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে বাবু। যদিও এখন চয়নকে বাঁচাতে ফের হাত মিলিয়েছে সৃজন-পর্ণা। আপাতত ডিভোর্সের কথা ভুলে চয়নকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে দু’জনে।

   

Neem Phooler Madhu and Phulki promo

এসবের মাঝেই প্রকাশ্যে এসে গিয়েছে সৃজন-পর্ণার বিবাহবার্ষিকী স্পেশ্যাল প্রোমো (Special Promo)। সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘নিম ফুলের মধু’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দত্ত বাড়িতে হাজির হয়েছে রোহিত-ফুলকি। সৃজন-পর্ণার বিবাহবার্ষিকী উপলক্ষ্যে নাচে-গানে মেতে উঠেছে সবাই।

আরও পড়ুনঃ খেলনা বাড়ি শেষ ভোলবদলে ফিরছে মিতুল, প্রকাশ্যে জি বাংলার নতুন মেগা ‘মিঠিঝোরা’র প্রথম প্রমো

‘নিম ফুলের মধু’র হাতেগরম প্রোমোয় দেখা যাচ্ছে, ফুলকিকে ফোন করেছে সৃজনের ঠাকুমা। নাতির বিবাহবার্ষিকী উপলক্ষ্যে রোহিত এবং ফুলকিকে নিমন্ত্রণ করেন হেমনলিনী দেবী। ঠাকুমার কথা মতো স্বামীকে নিয়ে কলকাতা চলে আসে ফুলকি।

আরও পড়ুনঃ ছেলেকে মারার চেষ্টা, ছোট্ট রুপাকে অপবাদ দিচ্ছে মিশকা! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

Neem Phooler Madhu and Phulki promo

যদিও নিজেদের বিবাহবার্ষিকীর এই আয়োজন সম্পর্কে কিছুই জানতো না সৃজন-পর্ণা। রোহিত-ফুলকি সহ দত্ত বাড়ির সদস্যরা মিলে তাদের সারপ্রাইজ দেয়। বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকীতে এমন আয়োজন দেখে আনন্দে ভরে ওঠে সৃজন-পর্ণার মন।

বাবু আর তার বৌকে মধ্যমণি হিসেবে রেখে নাচে-গানে মেতে ওঠে সকলে। সৃজনের ঠাকুমাকেও কোমর দোলাতে দেখা যায়। তবে সৃজন-পর্ণার বিবাহবার্ষিকীর এই আয়োজনে দত্ত বাড়ির সব সদস্য যে খুশি তা কিন্তু নয়।

বাবুউউর মা, মৌমিতা এবং মৌমিতার স্বামী একেবারেই খুশি নয় এই আয়োজনে। মুখ কালো করে দূর থেকে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখতে থাকে তারা। ডিভোর্স ভুলে সৃজন-পর্ণার এই বিবাহবার্ষিকী উদযাপন করাটা যে তারা একেবারে ভালো চোখে দেখছে না তা তাদের প্রতিক্রিয়া দেখেই পরিষ্কার।