• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খেলনা বাড়ি শেষ ভোলবদলে ফিরছে মিতুল, প্রকাশ্যে জি বাংলার নতুন মেগা ‘মিঠিঝোরা’র প্রথম প্রমো

Published on:

Zee Bangla New Serial Mithijhora First Promo on air

 শীঘ্রই পথচলা শেষ হতে চলেছে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Bengali Serial) ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। অন্তিম শ্যুটিংয়ের দিন কেঁদে ভাসিয়েছিলেন নায়িকা আরাত্রিকা মাইতি। তা দেখে দর্শকদেরও চোখেও এসে গিয়েছিল জল। কিন্তু আরাত্রিকাকে ফের পর্দায় দেখতে বেশিদিন অপেক্ষা করতে হল না তাঁদের। কারণ ‘খেলনা বাড়ি’ শেষ হতেই ‘মিঠিঝোরা’ (Mithijhora) নিয়ে পর্দায় আসছেন অভিনেত্রী।

ইন্দ্র-মিতুলের ধারাবাহিক শেষের পর সেই স্থানে কোন সিরিয়াল শুরু হবে তা নিয়ে দর্শকমহলে চর্চা-আলোচনা চলছিল। অবশেষে মিলল সেই উত্তর। বুধবার প্রকাশ্যে এল জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘মিঠিঝোরা’র প্রোমো। মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity), দেবাদৃতা বসু (Debadrita Basu) এবং স্বপ্নিলা চক্রবর্তী (Swapnila Chakraborty)।

Aratrika Maity Debadrita Basu and Swapnila Chakraborty Mithijhora serial

একঘেয়ে পরকীয়া এবং সাংসারিক কুটকচালির গল্প ছেড়ে বোনেদের মধ্যেকার ভালোবাসা নিয়ে শুরু হতে চলেছে জি বাংলার এই সিরিয়াল। ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, আরাত্রিকার বিয়ে ঠিক হয়। তবে বিয়ে হওয়ার আগেই সে জানতে পারে তার বাবা বেশিদিন বাঁচবে না। সেই জন্য সংসারের হাল ধরতে নিজের বিয়ে ভেঙে দেয় সে। উল্টে হবু স্বামীর সঙ্গে বোনের বিয়ে ঠিক করে দেয় আরাত্রিকা।

আরও পড়ুনঃ পুরোনো প্রেমে ইতি, নতুন সম্পর্কের শুরু! দীপাবলিতে সৌম্যর বাহুলগ্না রণিতাকে দেখেই শুরু জল্পনা

‘মিঠিঝোরা’য় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ‘খেলনা বাড়ি’র মিতুলকে।  তাঁর বোনের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবদৃতা বসু। গুরুত্বপূর্ণ রোলে দেখা যাবে ‘এক্কাদোক্কা’ খ্যাত স্বপ্নিলা চক্রবর্তীকে। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘রঞ্জা’ নামেই বেশি।

আরও পড়ুনঃ ছেলেকে মারার চেষ্টা, ছোট্ট রুপাকে অপবাদ দিচ্ছে মিশকা! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

Aratrika Maity new serial Mithijhora

পাশাপাশি এও জানা গিয়েছে, মুখ্য চরিত্রে তিন জনপ্রিয় টেলি অভিনেত্রী থাকলেও নায়কের ভূমিকায় খুব পরিচিত কাউকে দেখা যাবে না। আরাত্রিকার বিপরীতে নতুন মুখ দেখা যেতে পারে বলে খবর। ‘ইন্দ্র’ বিশ্বজিতের সঙ্গে দারুণ হিট ছিল ‘মিতুল’ আরাত্রিকার জুটি। ‘মিঠিঝোরা’র নায়কের সঙ্গে অভিনেত্রীর রসায়ন দর্শকদের কেমন লাগে সেটা দেখার।

প্রসঙ্গত, চলতি মাসে জি বাংলার পর্দায় দু’টি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। আরাত্রিকা-দেবাদৃতার ‘মিঠিঝোরা’ ছাড়াও পথচলা শুরু হবে স্বীকৃতি-কৌশিকের ‘আলোর কোলে’র। আগামী ২৭ নভেম্বর থেকেই শুরু হবে এই দু’টি সিরিয়াল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥