• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলেকে মারার চেষ্টা, ছোট্ট রুপাকে অপবাদ দিচ্ছে মিশকা! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Mishka traps Rupa

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। গত কয়েক সপ্তাহে ধারাবাহিকটির (Bengali Serial) টিআরপি কিছুটা কমলেও দর্শকমহলে জনপ্রিয়তা একই আছে। ইতিমধ্যেই নিজের ছেলের জন্ম দিয়েছে মিশকা। সন্তানকে হাতিয়ার করে এবার সূর্য-দীপাকে চিরতরে আলাদা করার চক্রান্ত করছে সে।

গত পর্বে দেখানো হয়েছে, মিশকা এবং তার ছেলেকে কোলে নিয়ে সেনগুপ্ত বাড়ি ফিরেছে সূর্য এবং লাবণ্য। সেই দৃশ্য দেখে দীপা (Deepa) মনে মনে ভীষণ কষ্ট পায়। যদিও সূর্য বলে, সে শুধুমাত্র নিজের সন্তানের জন্য মিশকাকে সহ্য করছে। আর কোনও কারণ নেই। এরপরেই নার্স এসে সূর্যকে বলে, বাচ্চাটার অবস্থা ভালো নয়। একথা শুনে সূর্য (Surjya) দৌড়ে চলে যায় মিশকার ঘরে। এটা দেখে দীপা বুঝে যায়, সূর্য তার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে।

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya brings Mishka and her son to Sengupta house

সূর্য চলে যাওয়ার পর লাবণ্য আসে দীপার কাছে। সে বলে, বাড়িতে যা হচ্ছে সেগুলো একটু বোঝার চেষ্টা করতে। কারণ দীপা নিজেও একজন মা। আর মা হয়ে সে সন্তানের কষ্ট বুঝবে সেটাই ভীষণ স্বাভাবিক। লাবণ্যর মুখে একথা শুনে ক্ষোভে ফেটে পড়ে প্রবীর। সে বলে, তুমি এই কথা কীভাবে বলছ? তুমি নিজে একজন মা। তার থেকে বড় কথা তুমি একজন মেয়ে। এরপর কষ্ট পেয়ে ঘর থেকে বেরিয়ে যায় দীপা।

আরও পড়ুনঃ জনপ্রিয়তা সত্ত্বেও পুড়ল কপাল, ‘আলোর কোলে’ আসতেই বন্ধ হচ্ছে জি বাংলার এই মেগা!

অন্যদিকে দেখা যায়, মিশকার (Mishka) ঘরে গিয়ে তার ছেলের সঙ্গে কথা বলছে সোনা-রূপা (Sona Rupa)। মিশকা সেখানে আসলে দু’জনে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর মিশকা নিজেই নিজের ছেলেকে আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে সে তাকে খুঁজে পাচ্ছে না। সবার সামনে কাঁদতে কাঁদতে মিশকা দাবি করে, তার ছেলে শেষবার রূপার কাছে ছিল।

আরও পড়ুনঃ অমানুষ ছেলের থেকে মুক্তি দিয়ে শিমুল-শতদ্রুর বিয়ে দেবে মধুবালা! ফাঁস দীপাবলীর ‘মহাধামাকা’ পর্ব

Anurager Chhowa Surjya Deepa and Mishka

একথা শুনে দীপা দুই মেয়েকে ভীষণ বকাবকি করে। এরপর মিশকার ঘরে গিয়ে তার ছেলেকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর আলমারির ভেতর থেকে মিশকার ছেলেকে পাওয়া যায়। মিশকার পরিকল্পনা মতো সবাই ভাবে রূপাই হয়তো মিশকার ছেলেকে আলমারির ভেতর ঢুকিয়ে দিয়েছিল। যদিও দীপা নিজের মেয়েকে বিশ্বাস করে। তাহলে কি এভাবেই আস্তে আস্তে দীপা, সোনা, রূপার থেকে দূরে চলে যাবে সূর্য? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥