• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাজার ক্ষতি চাইলেও বুদ্ধির জোরে অয়ন-মৌমিতাকে বাঁচাবে পর্ণা! ফাঁস রোমহর্ষক আগাম পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Parna will find Ayan Moumita soon

জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। একদিকে ভিখারি সেজে চরম বিপদে পড়েছে অয়ন-মৌমিতা (Ayan Moumita)। অল্প পরিশ্রমে বড়লোক হতে গিয়ে এখন পাচারকারীদের খপ্পরে পড়েছে দু’জনে। অন্যদিকে ভাসুর, জা-কে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে পর্ণা (Parna)

ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, অয়ন-মৌমিতাকে শাস্তি দিতে বাড়ি থেকে বের করে দেয় ধ্যাষ্টামো জেঠু। কোনও কাজ না পেয়ে শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তির পথ বেছে নেয় তারা। ছেঁড়া জামাকাপড় পরে অন্ধ সেজে ভিক্ষা করতে থাকে দু’জনে। এভাবেই একটা গ্যাংয়ের খপ্পরে পড়ে যায় অয়ন-মৌমিতা। তাদের কিডন্যাপ করে নেওয়া হয়।

Neem Phooler Madhu

আজকের পর্বে দেখতে পাবেন, আরও একাধিক ভিখারির সঙ্গে অয়ন-মৌমিতাকেও একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। এরপর সেই গ্যাংয়ের মাথা সেখানে আসে। অয়ন তাকে পুলিশের ভয় দেখালে সে অয়নকে একটা থাপ্পড় মারে। এরপর বলে, তারা অনেক বড় একটা চক্র। তাদের কাজ হল, ভিখারিদের তুলে এনে ওস্তাদজির কাছে বিক্রি করে দেওয়া।

আরও পড়ুনঃ মহাবিপদ! মেঘকে খুন করতে জেল থেকে পালালো ময়ূরী, টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

এরপর ওস্তাদজি তাদের হাত ভেঙে, চোখ উপড়ে নিয়ে নানান ট্যুরিস্ট স্পটে পাঠিয়ে ভিক্ষা করাবে। একথা শুনে প্রচণ্ড ঘাবড়ে যায় অয়ন-মৌমিতা। তারা বুঝতে পারে অজান্তেই বড় বিপদে পড়ে গিয়েছে। অন্যদিকে পর্ণা (Parna) তাদের খুঁজে না পেয়ে খুব ভয় পেয়ে যায়। সে ভাবে তার জন্যই এসব কিছু হয়েছে।

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu will Parna save Ayan Moumita from Bhoga

তারপর আবার একটা গ্যাং অনেকদিন ধরেই ভিখারিদের কিডন্যাপ করছে। পর্ণা বুঝতে পারে, অয়ন-মৌমিতাও ওই গ্যাংয়ের খপ্পরেই পড়েছে। সে সঙ্গে সঙ্গে থানায় গিয়ে ডায়েরি করার কথা ভাবে। এরপর পুলিশ অফিসারের সঙ্গে এই বিষয়ে শলা পরামর্শ করতে থাকে। প্রথমে যে যে লোকেশন থেকে ভিখারিদের কিডন্যাপ করা হয়েছে সেগুলিকে চিহ্নিত করে তারা। এরপর যে জায়গা থেকে এই কাজ বেশি হয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে।

আরও পড়ুনঃ ছোটপর্দায় ফিরছেন ‘রানী রাসমণি’! নতুন সিরিয়ালের খবরে উচ্ছসিত দিতিপ্রিয়া ভক্তরা

তখনই দেখা যায়, ভিখারির বেশে থাকা একজন লোকের হাতে বড় একটা ফোন রয়েছে। এরপর সেই একই ব্যক্তির সঙ্গে অয়ন-মৌমিতাকেও দেখা যায়। দুইয়ে দুইয়ে চার করতে অসুবিধা হয় না পর্ণার। সে বুঝে যায় এই ব্যক্তির সঙ্গে পাচার চক্রের কোনও না কোনও যোগ আছে। এরপর পুলিশ ফোর্স নিয়ে তদন্তে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয় পর্ণা। এদিকে অয়ন-মৌমিতার চিন্তায় জেঠি ভেঙে পড়লেও ধ্যাষ্টামো জেঠু বলে, পর্ণার ওপর তার সম্পূর্ণ বিশ্বাস আছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥