• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহাবিপদ! মেঘকে খুন করতে জেল থেকে পালালো ময়ূরী, টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

Published on:

Icche Putul serial Mayuri tries to harm Megh again

ক্রমেই শেষের দিকে এগোচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি। একদিকে ফের চার হাত এক হয়েছে মেঘ-নীলের। নতুন করে জীবন শুরু করেছে তারা। অন্যদিকে বোনের এই সুখ কিছুতেই মেনে নিতে পারছে না ময়ূরী। তাই এবার মেঘকে প্রাণে শেষ করতে জেল থেকে পালালো সে।

ধারাবাহিকের (Serial) গত পর্বে দেখা গিয়েছে, কালরাত্রিতেও মেঘের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব নীল। তবে ঠাম্মি সেটা বুঝে যায়। এরপর তাকে মেঘের কাছ থেকে চলে যেতে বলে। অন্যদিকে জেলের মধ্যে মোহিনী নামের একজন কয়েদীর সঙ্গে ঝগড়া-ঝামেলায় জড়িয়ে পড়ে ময়ূরী (Mayuri)। সে মনে মনে ভাবতে থাকে, যে ভাবেই হোক না কেন তাকে জেল থেকে পালাতে হবে। এরপর জেলের মধ্যেই বন্দুকচালনা শিখতে থাকে সে।

Icche Putul serial Megh and Neel

সবার সামনে নিজেকে মানসিক রোগী হিসেবে প্রমাণ করতে সকলের সঙ্গে অশান্তি করতে থাকে ময়ূরী। এরপর অনিন্দ্য এবং মধুমিতা আসে মেয়ের সঙ্গে দেখা করতে। তারা দেখে মারামারি করার জন্য ময়ূরীর ঠোঁট কেটে গিয়েছে, রক্ত পড়ছে। বড় মেয়ের এমন অবস্থা দেখে খুব কষ্ট হয় অনিন্দ্য মধুমিতার।

আরও পড়ুনঃ তোলপাড় করা টুইস্ট! মা হবে শিমুল? নতুন প্রোমো আসতেই তুমুল চর্চায় ‘কার কাছে কই মনের কথা’

তবে বাবা-মাকে দেখে হুমকির সুরে ময়ূরী বলে সে জেল থেকে বেরোলে ফের মেঘের (Megh) ক্ষতি করবে। একথা শুনে একটু ভয় পেয়ে যায় অনিন্দ্য মধুমিতা। কিন্তু তারা ভাবে, ময়ূরী এখন জেলবন্দি। তাই সে চাইলেও মেঘের কোনও সর্বনাশ করতে পারবে না।

Icche Putul serial Anindya and Madhumita tensed

তবে এবার দেখা যাবে, রাতের অন্ধকারে বন্দুক নিয়ে জেল থেকে পালিয়েছে ময়ূরী। সেখান থেকে সে সোজা গাঙ্গুলী বাড়ি চলে যায়। এরপর মেঘের জানলার ধারে অপেক্ষা করতে থাকে। কিন্তু জানলা দিয়ে পরিষ্কারভাবে কিছু দেখা না যাওয়ায় সে সোজা ঘরের ভেতর ঢুকে যায়। তাকে এভাবে দেখতে পেয়ে মেঘ-নীল (Neel) বেশ ভয় পেয়ে যায়।

আরও পড়ুনঃ ‘বাবু’ না ‘সোনা’ বিয়ের পর কাঞ্চনকে কি বলে ডাকছেন শ্রীময়ী? নিজেই জানালেন অভিনেত্রী

ময়ূরী তাদের বলে, এবার আর তার নিশানা মিস হবে না। কারণ এবার বন্দুকচালনা শিখে এসেছে সে। ময়ূরীর মুখে এমন কথা শুনে ঘাবড়ে যায় মেঘ-নীল দু’জনেই। অন্যদিকে ময়ূরীকে খুঁজতে শুরু করে পুলিশ। মোহিনী তাদের বলে দিয়েছে, ময়ূরী এখন বন্দুক চালাতে শিখে গিয়েছে আর ও সবসময় বলতো এবার আর আমার নিশানা মিস হবে না। এবার আমি তোকে গুলি করবো। একথা শুনে পুলিশ বুঝে যায় ময়ূরী নিশ্চয়ই মেঘের কথাই বলছে। এরপর মেঘের বাড়িতে খবর দিয়ে তারা গাঙ্গুলী বাড়ির দিকে রওনা দেয়। তখনই আবার বাইরে চলে আসে লাল। সে কি পারবে ময়ূরীর হাত থেকে মেঘকে বাঁচাতে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥