• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটপর্দায় ফিরছেন ‘রানী রাসমণি’! নতুন সিরিয়ালের খবরে উচ্ছসিত দিতিপ্রিয়া ভক্তরা

Published on:

Ditipriya Roy is reportedly coming back on Zee Bangla with this upcoming Bengali serial

বাঙালির অবসরযাপনের অন্যতম একটি মাধ্যম হল বাংলা ধারাবাহিক (Bengali Serial)। বিকেল হলেই সেই কারণে টেলিভিশনের সামনে বসে পড়েন বাড়ির মা-কাকিমারা। পছন্দের সিরিয়াল একদিন মিস হয়ে গেলেই মন খারাপ হয়ে যায় অনেকের! এদিকে দর্শকদের বিনোদনের রসদ জোগাতে প্রায়ই নিত্যনতুন সিরিয়াল শুরু হয় স্টার জলসা, জি বাংলার (Zee Bangla) পর্দায়।

নতুন বছর পড়তে না পড়তেই একাধিক নতুন সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে। দর্শকদের মন জয় করতে আসছে ‘যোগমায়া’, ‘বঁধুয়া’ সহ বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। এসবের মাঝেই সামনে আরও একটি নতুন মেগার কথা। শোনা যাচ্ছে, সেই সিরিয়ালে নায়িকার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)

Ditipriya Roy upcoming Bengali serial

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ হলেন দিতিপ্রিয়া। শিশু শিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। আজ নায়িকা রূপে রাজত্ব করছেন দর্শকমনে। ছোটপর্দার পাশাপাশি ইতিমধ্যেই বড়পর্দা এবং ওয়েব মাধ্যমেও কাজ করে ফেলেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘বাবু’ না ‘সোনা’ বিয়ের পর কাঞ্চনকে কি বলে ডাকছেন শ্রীময়ী? নিজেই জানালেন অভিনেত্রী

সাম্প্রতিক অতীতে একাধিক সিনেমা, ওয়েব সিরিজে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। এবার শোনা যাচ্ছে, ফের টেলিভিশনে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী। রানী রাসমণি রূপে দর্শকমন জয় করার পর ফের নতুন রূপে, নতুন ধারাবাহিকের (Upcoming Bengali Serial) হাত ধরে ছোটপর্দায় ফিরতে চলেছেন দিতিপ্রিয়া।

Ditipriya Roy upcoming Bengali serial

শোনা যাচ্ছে, শীঘ্রই জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে একটি নতুন সিরিয়াল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নামকরা একটি প্রোডাকশন হাউসের আধ্যাত্মিক মেগা শুরু হতে চলেছে। তবে এই সিরিয়ালের নায়িকা কে হবেন তা নিয়ে প্রথমে ধন্দে ছিল প্রযোজনা সংস্থা। জানা যাচ্ছে, প্রথমে সোনামণি সাহার কাছে অফার গিয়েছিল। তবে কোনও কারণবশত তাঁকে নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ মহাবিপদ! মেঘকে খুন করতে জেল থেকে পালালো ময়ূরী, টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

এবার জানা গেল, জি বাংলার আসন্ন এই সিরিয়ালে নামভূমিকায় দেখা যাবে ‘রানী রাসমণি’ দিতিপ্রিয়া রায়কে। ইতিমধ্যেই নাকি অভিনেত্রীর কাছে অফারও চলে গিয়েছে। তবে তিনি সেটি গ্রহণ করেছেন কিনা তা এখনও জানা যায়নি। দিতিপ্রিয়ার ছোটপর্দায় কামব্যাক নিয়ে জোর জল্পনা চললেও অভিনেত্রী নিজে কিংবা প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিশিয়ালি কিছু ঘোষণা না করা অবধি নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥