• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৃজন ডিভোর্স দিতেই তার কেটে গেল পর্ণার, ভয়ের চোটে সব সত্যি বলে দিল ঈশা! ফাঁস ধুন্ধুমার পর্ব

দত্ত বাড়ির ‘তারকাটা বৌমা’ নামে বেশ খ্যাতি আছে ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) পর্ণার। তার কেটে গেলে সে যা খুশি তাই করতে পারে। দত্ত বাড়ির সকলে তো বটেই, এমনকি ঈশা পর্যন্ত একথা খুব ভালো করে জানে। আর সেই জন্যই পর্ণা ভয় দেখাতেই ভয়ে কাঁটা হয়ে যায় সে।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সৃজন-পর্ণাকে আলাদা করতে নোংরা খেলায় মেতেছে ঈশা, মৌমিতা, কৃষ্ণারা। সৃজনের নেশার সুযোগ নিয়ে ঈশা বলে, সে তার সঙ্গে একটা রাত কাটিয়েছে। তাই এবার যদি বাবু পর্ণাকে ডিভোর্স না দেয় তাহলে সে নিজেকে শেষ করে দেবে। শুধু মুখে বলা নয়, সৃজনকে টাইট দিতে ঈশা নিজেকে শেষ করার মিথ্যে নাটকও করে।

   

Neem Phooler Madhu Isha blackmails Srijan

মা-দাদা-ঈশার চাপে শেষ পর্যন্ত পর্ণাকে (Parna) ডিভোর্স দিয়ে দেয় সৃজন। পর্ণা বাড়ি ফিরতেই তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেয় বাবুউউর মা। কিন্তু পর্ণা নিজের বরকে খুব ভালো করে চেনে। সে জানে, সৃজন (Srijan) তাকে ডিভোর্স দেবে না একথা আগেই ঠিক করে নিয়েছিল। তাহলে একদিনের মধ্যে কী এমন হল যে সৃজন পর্ণার অনুপস্থিতিতে ডিভোর্সের কাগজে সই করে দিল?

আরও পড়ুনঃ অলক্ষ্মী কুটনি মেয়ে! শিমুল না পারলেও প্রতীক্ষার কুটনিগিরি ধরে ফেললো হাবলি পুতুল, ফাঁস দুর্ধর্ষ পর্ব

সত্যিটা জানতে ঈশার (Isha) কাছে যায় পর্ণা। প্রথমে তাকে ভালো করে জিজ্ঞেস করে সবটা জানার চেষ্টা করে বাবুউউর বউ। কিন্তু ঈশা নিজের প্রবৃত্তিতে অনড় থাকে। সে চালাকি করে কথা ঘোরানোর চেষ্টা করতেই তার কেটে যায় পর্ণার।

আরও পড়ুনঃ অর্জুন-দীপার সম্পর্ককে নোংরামির নাম! সূর্যকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিল দীপা, ফাঁস তুলকালাম পর্ব

Neem Phooler Madhu Parna threatens Isha

রেগেমেগে ঈশার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয় বাবুউউর বউ। ঈশা খুব ভালো করে জানে, পর্ণার মাথার তার কেটে গেলে সে যা খুশি তাই করতে পারে। যে কারণে বেশ ভয় পেয়ে যায় সে। যদিও শেষ পর্যন্ত সত্যিটা জানতে পারে না পর্ণা। শেষ অবধি সে ঈশার মুখ থেকে আসল সত্যিটা কীভাবে বের করে সেটাই দেখার।