• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অলক্ষ্মী কুটনি মেয়ে! শিমুল না পারলেও প্রতীক্ষার কুটনিগিরি ধরে ফেললো হাবলি পুতুল, ফাঁস দুর্ধর্ষ পর্ব

শিমুলকে তাড়াতে নোংরা ষড়যন্ত্র করেছে ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) পরাগ, পলাশরা। প্রিয়াঙ্কার বুদ্ধি মতো শিমুলের সামনে ভালোমানুষির নাটক শুরু করেছে তারা। তবে এবার বিয়ে করে শ্বশুরবাড়িতে এসে ভালো সাজার নাটক শুরু করতেই প্রতীক্ষার মুখে ঝামা ঘষে দিল পুতুল।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, শত অপমান সত্ত্বেও ধুমধাম করে দেওর পলাশের বিয়ে দিচ্ছে শিমুল। সমস্ত দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। একইসঙ্গে পরাগ, পলাশ, প্রতীক্ষার আচমকা ভালো হয়ে যাওয়া নিয়েও সংশয় হচ্ছে তার। তবে মনের মধ্যে যতই দোটানা চলুক না কেন, বাড়ির বড় বউ হিসেবে নিজের দায়িত্ব পালনে কোনও প্রকার খামতি রাখেনি সে।

   

Kar Kache Koi Moner Kotha Shimul and Shatadru

আজকের পর্বে দেখতে পাবেন, পলাশ-প্রতীক্ষার বিয়েতে শতদ্রুকে থাকতে জোর করে পরাগ (Parag)। কিন্তু শিমুল (Shimul) তখন বলে, শতদ্রুর বাড়ি অনেকটা দূর ওকে সেখানে ফিরতে হবে। একথা শুনে পরাগ শতদ্রুকে পরের দিন আসার কথা বলে এবং নিজে তাকে বাইরে অবধি ছেড়ে দিয়ে আসে। পরাগের ব্যবহারে এই পরিবর্তন দেখে বিপাশারা খুশি হলেও, শিমুলের সন্দেহ আরও বেড়ে যায়।

আরও পড়ুনঃ সৃজন ডিভোর্স দিতেই তার কেটে গেল পর্ণার, ভয়ের চোটে সব সত্যি বলে দিল ঈশা! ফাঁস ধুন্ধুমার পর্ব

এরপর দেখা যায়, বিয়ে করে শ্বশুরবাড়ির দুয়ারে এসে হাজির হয়েছে প্রতীক্ষা (Pratiksha)। নবদম্পতির থেকে টাকা চায় পুতুল আর তুতুল। সেসব হওয়ার পর পলাশ-প্রতীক্ষাকে বরণ করা হয়। তখন মধুবালা প্রতীক্ষাকে বলে, সে যেন বোকাসোকা পুতুলকে (Putul) ভালোবাসা দিয়ে আগলে রাখে। সেকথা শুনে প্রতীক্ষা বলে, আমি তো পুতুলদিকে দেখেই রাখি।

Kar Kache Koi Moner Kotha Palash and Pratiksha marriage

প্রতীক্ষার মুখে এত বড় মিথ্যে শুনে বেজায় চটে যায় পুতুল। সবার সামনে সে প্রতীক্ষাকে ‘মিথ্যুক’ আখ্যা দিয়ে বলে শুধুমাত্র শিমুল তাকে দেখে রাখে। এসবের মাঝেই দুধে আলতার থালা নিয়ে সেখানে চলে আসে শিমুল।

আরও পড়ুনঃ অর্জুন-দীপার সম্পর্ককে নোংরামির নাম! সূর্যকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিল দীপা, ফাঁস তুলকালাম পর্ব

এরপর নিয়ম মতো সেই থালায় পা দিয়ে ঘরে ঢুকতে যায় প্রতীক্ষা। কিন্তু সে দুধে আলতার থালায় পা দিতেই সেটা উল্টে যায়। তা দেখেই চিৎকার করে ওঠে পুতুল। সে বলে, শিমুল যখন এসেছিল, তখন লক্ষ্মীর মতো পায়ের ছাপ ফেলে ঘরে ঢুকেছিল। আর এই মেয়েটাকে দেখো, আসতে না আসতেই অঘটন ঘটালো। অলক্ষ্মী একটা। ননদের মুখে একথা শুনে বেজায় চটে যায় প্রতীক্ষা।