• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অর্জুন-দীপার সম্পর্ককে নোংরামির নাম! সূর্যকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিল দীপা, ফাঁস তুলকালাম পর্ব

মিশকার ছেলের পর এখন সোনা-রূপাকেও নিজের কাছে চাই ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) সূর্যর। যে কারণে দীপার বিরুদ্ধে আদালতে লড়াই করছে সে। তবে দীপাও এবার হাল ছাড়তে নারাজ। এতদিন সূর্যর সব অন্যায় আবদার মেনে নিলেও, এবার মেয়েদের কিছুতেই সেনগুপ্ত বাড়ি যেতে দেবে না সে।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সোনা-রূপার কাস্টডি পাওয়ার জন্য আদালতে মুখোমুখি হয়েছে সূর্য-দীপা। মিশকাও (Mishka) পরোক্ষভাবে সূর্যকে সমর্থন করছে। সে চায়, সূর্য এই কেস জিতুক। এরপর সোনা-রূপাকে কয়েকদিন সেনগুপ্ত বাড়িতে থাকতে দিয়ে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে সে। এটা করলে স্বামীর পর মেয়েদেরকেও হারাবে দীপা (Deepa)। একেবারে তছনছ হয়ে যাবে তার জীবন।

   

Anurager Chhowa Mishka and her father

আজকের পর্বে দেখতে পাবেন, ফের একবার মুখোমুখি বসে দীপাকে বোঝানোর চেষ্টা করে সূর্য (Surjya)। তবে দীপা কোনও কথা শুনতে রাজি নয়। সে উল্টে আরও কয়েকটা কথা শুনিয়ে দেয় সূর্যকে। যে কারণে সবার সামনেই বিবাদে জড়িয়ে পড়ে দু’জনে।

আরও পড়ুনঃ নাতির লোভে তছনছ করেছ সূর্য-দীপার সংসার, দর্শকদের হয়ে লাবণ্যর মুখে ঝামা ঘষল প্রবীর! ফাঁস তুলকালাম পর্ব

তখন সূর্যর উকিল দীপার চরিত্রকে কালিমালিপ্ত করতে শুরু করে। সেই সঙ্গেই দীপা-অর্জুনের (Arjun) সম্পর্ককে নোংরা নাম দেওয়ার চেষ্টা করে সে। সোনা-রূপার স্কুলের ফেস্টে তোলা দু’জনের ছবি দেখিয়ে দীপাকে বদনাম করার চেষ্টা করে সূর্যর উকিল। তখন ফুঁসে ওঠে সূর্য। তা দেখে দীপা সাফ বলে, নিজের মান-সম্মান কীভাবে রক্ষা করতে হয় তা তার জানা আছে। সূর্যকে তার জন্য লড়াই করতে হবে না।

Anurager Chhowa Surjya Deepa Joy Urmi and Labanya

আরও পড়ুনঃ TRP তলানিতে, টাকাও নেই! একসাথে বন্ধ হতে পারে জি বাংলার ৩ সিরিয়াল, চিন্তায় কলাকুশলী থেকে ভক্তরা

এরপর সোনা-রূপার (Sona Rupa) স্কুলের বেতনের জন্য সূর্যকে ফোন করা হলে ফের টাকা নিয়ে একটা বিবাদ তৈরি হয়। তখন দীপা সাফ বলে, এতদিন দুই মেয়ের স্কুলের বেতন বাবদ সূর্য যত টাকা খরচ করেছে, সব টাকা এক সপ্তাহের মধ্যে ফেরত দিয়ে দেবে সে। আর যদি এমনটা না করতে পারে, তাহলে নিজে গিয়ে সোনা-রূপাকে সেনগুপ্ত বাড়িতে দিয়ে আসবে।