• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরুর আগেই লালবাতি, টাকার অভাবে সম্প্রচার হবে না আসন্ন এই ধারাবাহিক! মাথায় বাজ দর্শকদের

বছর শেষের আগেই টেলিভিশনের পর্দায় পথচলা শুরু হতে চলেছে একাধিক নতুন ধারাবাহিকের (Bengali Serial)স্টার জলসা (Star Jalsha), জি বাংলা (Zee Bangla) থেকে শুরু করে সান বাংলা (Sun Bangla) প্রায় প্রত্যেক চ্যানেলেই কোনও না কোনও নতুন সিরিয়াল আসতে চলেছে। এর মধ্যে একাধিক আসন্ন মেগার প্রোমোও প্রকাশ্যে এসে গিয়েছে। তবে এর মধ্যে একটি সিরিয়াল শুরু হওয়ার আগেই বন্ধ হতে চলেছে বলে খবর।

বাংলা হোক বা হিন্দি যে কোনও ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ করে টিআরপি (TRP)। রেটিং ভালো থাকলে দীর্ঘ সময় ধরে চলতে থাকে সিরিয়াল, আর রেটিং খারাপ হলে শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় মেগা। তবে সিরিয়াল শুরু হওয়ার আগে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা এতদিনে হয়নি। যা এখন হতে চলেছে বলে শোনা যাচ্ছে।

   

Bengali serial Mili Tumpa Autowali and Dwitiyo Basanta

দিন কয়েক আগেই বন্ধ হয়েছিল, তিনটি জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং। জি বাংলার চর্চিত সিরিয়াল ‘মিলি’, কালার্স বাংলার ‘টুম্পা অটোওয়ালি’ এবং সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’র (Dwitiyo Basanta) শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছিল। কিন্তু আচমকা কেন এমনটা হয়েছিল?

আরও পড়ুনঃ ও মানুষ নয় শয়তান! ময়ূরীর আসল রূপ বেরোতেই হাহুতাশ করছে মেঘের মা, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

সূত্র মারফৎ জানা গিয়েছিল, এই মুহূর্তে প্রোডাকশন হাউসের আর্থিক সংগতি ভালো না থাকায় শ্যুটিং বন্ধ হয়েছিল ‘মিলি’, ‘টুম্পা অটোওয়ালি’ এবং ‘দ্বিতীয় বসন্ত’র। যে কারণে অভিনেতা এবং অন্যান্য টিম মেম্বারদের ঠিক মতো পারিশ্রমিক দিতে পারছিল না সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা। সেই জন্য যতদিন পারিশ্রমিক দিতে পারছিল না, ততদিনের জন্য বন্ধ ছিল এই ধারাবাহিকের শ্যুটিং।

Bengali serial Dwitiyo Basanta

তবে এখন জানা গিয়েছে, ইতিমধ্যেই যাবতীয় ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে ‘মিলি’ এবং ‘টুম্পা অটোওয়ালি’র শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। তবে ‘দ্বিতীয় বসন্ত’র শ্যুটিং এখনও শুরু হয়নি বলে খবর। এদিকে সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছিল, আগামী ৮ ডিসেম্বর থেকে এই ধারাবাহিকের টেলিকাস্ট শুরু হবে।

আরও পড়ুনঃ বশ করেছে মিশকা, দীপা ফিরতে চাইলেও ফেরালো সূর্য! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র মন ভাঙা পর্ব

যে কারণে নির্মাতারা আগেই ‘দ্বিতীয় বসন্ত’র ৪টি পর্বের শ্যুটিং সেরে ফেলেছিলেন। স্লট যাতে ফাঁকা না যায় তাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে এরপর আচমকাই বন্ধ হয়ে যায় আসন্ন এই সিরিয়ালের শ্যুটিং। এবার দেখা যাক, আদৌ পূর্বনির্ধারিত সময়ে ধারাবাহিকের সম্প্রচার শুরু করা যায় কিনা।