• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নষ্টের গোড়াকেই শেষ করে দেব, নেশার ঘোরে মিশকাকে মারতে গেল সূর্য! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

Published on:

Anurager Chhowa Surja looses patience after deepa leaves tries to hurt mishka once and for all

মিশকার ষড়যন্ত্রের জন্যই নষ্ট হয়ে গিয়েছে সূর্য-দীপার (Surja-Deepa) সাজানো সংসার, এ নিয়ে কোনও দ্বিমত নেই। ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) নিয়মিত দর্শকরা এই কথার সঙ্গে সহমত পোষণ করবেন। প্রথমে দীপার চরিত্রে দাগ লাগিয়ে দু’জনকে আলাদা করেছিল মিশকা। এখন আবার অবৈধভাবে সূর্যর সন্তানের মা হয়ে তাদের সংসার ভেঙে দিয়েছে সে।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকে (Bengali Serial) বর্তমানে দেখানো হচ্ছে, মিশকার ছেলেকে সেনগুপ্ত বাড়িতে রাখার জন্য সূর্য-দীপার ডিভোর্স করিয়ে দিয়েছে লাবণ্য। সোনা-রূপাকে নিয়ে এখন নতুনভাবে বাঁচার সিদ্ধান্ত নিয়েছে দীপা। তবে এটাও সহ্য হচ্ছে না সূর্যর! দীপার থেকে দুই মেয়েকে কেড়ে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে সে। তবে দীপাও এবার চুপ থাকতে নারাজ। মেয়েদের জন্য লড়াই করতে প্রস্তুত সে।

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya to go against Deepa for custody of Sona Rupa

আজকের পর্বে দেখতে পাবেন, দীপাকে (Deepa) আটকানোর প্রচুর চেষ্টা করে সূর্য। তবে দীপা কোনও কথা না শুনে সেখান থেকে চলে যায়। যে কারণে ভীষণ কষ্ট পায় সে। এরপর সূর্য মদ খেয়ে বাড়ি ফেরে। তাকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে সবাই রীতিমতো ভয় পেয়ে যায়। মদ্যপ অবস্থায় বাড়ির মধ্যে পাগলামি করতে থাকে সূর্য। প্রবীর-প্রতীক পর্যন্ত তাকে আটকাতে ব্যর্থ হয়।

আরও পড়ুনঃ পর্দায় দুচোখের বিষ, বাস্তবে কেমন সম্পর্ক শিমুল-পরাগের? ফাঁস হতেই ভাইরাল দ্রোণ-মানালির অদূরে ছবি

এই অবস্থায় সূর্যর সামনে এসে দাঁড়ায় মিশকা। তাকে দেখা মাত্রই দ্বিগুণ হয়ে যায় সূর্যর রাগ। মিশকার বলা কথাগুলো সহ্য না করতে পেরে তাকে মারতে উদ্যত হয় সে। সেই সময় সবাই মিলে তাকে কোনও ভাবে আটকায়। সূর্যর এই রাগ দেখে ভীষণ ভয় পেয়ে যায় মিশকা।

Anurager Chhowa Surjya drunk

অন্যদিকে দেখানো হয়, সোনা-রূপার স্কুলে ফ্যামিলি ফেস্টের আয়োজন করা হয়েছে। সেখানে পড়ুয়াদের মা-বাবা দু’জনকেই আসতে বলেন তাদের টিচার। কিন্তু বাবা তো তাদের সঙ্গে থাকে না, সে কীভাবে আসবে এটা ভেবে মন খারাপ হয়ে যায় সোনা-রূপার। মনের দুঃখে স্কুল থেকে বেরিয়ে যায় তারা।

আরও পড়ুনঃ পরাগের প্রশ্রয়ে বাড়ছে সাহস, শিমুল-শতদ্রুকে নিয়ে নোংরা বদনাম প্রিয়াঙ্কার! ফাঁস তুলকালাম পর্বের ট্র্যাক

মেয়েদের এই কষ্টের কথা জানতে পেরে সূর্যর ওপর ভীষণ রেগে যায় দীপা। সূর্যর জন্য তার দুই মেয়ে কেন এত কষ্ট পাবে এই জবাব চাইতে সেনগুপ্ত বাড়ি গিয়ে হাজির হয় সে। কিন্তু বাড়ির সবাই তাকে সূর্যর সঙ্গে দেখা করা থেকে আটকায়। দীপা কি পারবে শেষ পর্যন্ত সূর্যর সঙ্গে দেখা করতে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥