• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাপের সাজা! দত্ত বাড়ি থেকে ঘাড় ধাক্কা খেয়ে ভিক্ষা করছে অয়ন-মৌমিতা, ফাঁস ধামাকাদার আগাম পর্ব

Updated on:

Neem Phooler Madhu New Promo Ayan Moumita begging in streed after kicked out from Dutta Bari

জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) এখন একেবারে জমে উঠেছে। একদিকে ঈশার আসল চেহারা দত্ত বাড়ির সবার সামনে চলে এসেছে। অন্যদিকে ‘ঘর শত্রু বিভীষণ’ অয়ন আর মৌমিতাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ধ্যাষ্টামো জেঠু অখিলেশ। দত্ত বাড়ি থেকে তাড়ানোর পর এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে তারা।

ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, ঈশার মুখ থেকেই তার সব কৃতকর্মের কথা স্বীকার করিয়েছে সৃজন-পর্ণা (Srijan Parna)। শাড়ির কথায় আগুন লাগানো থেকে শুরু করে ধ্যাষ্টামো জেঠুর দোকানের মশলায় ভেজাল মেশানো, সব কিছুর পিছনেই যে ঈশা ছিল তা এবার সবাই জেনে গিয়েছে। তবে এই ষড়যন্ত্রে ঈশার সঙ্গ দিয়েছিল দত্ত বাড়ির দুই সদস্য।

Neem Phooler Madhu serial Isha Ayan Moumita

ঈশার পর্দাফাঁস করার পর অয়ন-মৌমিতার (Ayan Moumita) কুকীর্তির কথা বাড়ির সবাইকে জানায় পর্ণা। ছেলে-বৌমার কাণ্ড শুনে বেজায় রেগে যায় ধ্যাষ্টামো জেঠু অখিলেশ। এতদিন ধরে দত্ত বাড়িতে যা যা সমস্যা হয়েছে, বাড়ির যত অপমান হয়েছে সবকিছুর জন্য দায়ী অয়ন-মৌমিতা। সেই জন্য বড় ছেলে এবং বৌমাকে বাড়ি থেকে বের করে দেন তিনি।

আরও পড়ুনঃ জ্যাস-পর্ণা-ফুলকি, দাঁপিয়ে বেড়াচ্ছে জি বাংলা! কোথায় অনুরাগের ছোঁয়া? দেখুন লেটেস্ট TRP তালিকা

অর্থাৎ বাবা বের করে দেওয়ায় কাজ নেই অয়নের। দত্ত বাড়ি থেকে ঘাড় ধাক্কা খাওয়ার পর দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে তারা। পর্ণা অবশ্য যথাসম্ভব চেষ্টা করে অয়ন-মৌমিতাকে থাকার এবং খাবার জায়গা ঠিক করে দেয়। কিন্তু তাদের নিজের পায়ে দাঁড়ানোর কোনও ইচ্ছাই নেই। তাই পরিশ্রম করে খাবার জোগানোর পরিবর্তে তারা ভিক্ষাবৃত্তির পথ বেছে নেয়।

Neem Phooler Madhu serial Ayan Moumita begging

অয়ন-মৌমিতা (Moumita) বুঝতে পারে, ভিক্ষাবৃত্তির মাধ্যমে অল্প সময়ে ভালো টাকা কামানো যায় । তাই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ভিক্ষা করতে শুরু করে তারা। এভাবেই নিজেদের পাড়াতেও চলে আসে দু’জনে। অন্ধের নাটক করে লোকের কাছে ভিক্ষা চাইতে থাকে অয়ন।

আরও পড়ুনঃ ‘সত্যিই তাই…’ দাদাগিরিতে সৌরভকে কিপ্টে বলে অভিযোগ খুদের! টেলিকাস্টের আগেই ফাঁস ভিডিও

পাড়ায় এসে অয়ন-মৌমিতা ভিক্ষা করছে এটা চোখে পড়ে যায় পর্ণা আর কৃষ্ণার (Krishna)। দত্তবাড়ির সম্মান কীভাবে মাটিতে মিশিয়ে দিচ্ছে সেটা দেখে অবাক হয়ে যায় তারা। এদিকে বড় ছেলে কেমন আছে এই চিন্তায় নাওয়া-খাওয়া ভুলেছে অখিলেশের (Akhilesh) স্ত্রী। কিন্তু জেঠুর রাগ কিছুতেই কমছে না। এসবের মাঝেই যদি সে জানতে পারে অয়ন-মৌমিতা ভিক্ষা করছে তাহলে যে কী হবে সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥