• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জ্যাস-পর্ণা-ফুলকি, দাঁপিয়ে বেড়াচ্ছে জি বাংলা! কোথায় অনুরাগের ছোঁয়া? দেখুন লেটেস্ট TRP তালিকা

Published on:

22 Feb Target Rating Point List of Bengali Serials Zee Bangla Jagaddhatri first see complete TRP List

বাঙালি দর্শকেরা বৃহস্পতিবার বেলা বাড়তেই অপেক্ষায় থাকেন কতক্ষণে টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকা বেরোবে! জি বাংলা (Zee Bangla) থেকে ষ্টার জলসা (Star Jalsha) সমস্ত চ্যানেলের ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ভর করে এই টিআরপি তালিকার উপরেই। অবশ্য বিগত কয়েক সপ্তাহ ধরে জি বাংলার একাধিক সিরিয়াল দাপিয়ে বেড়াচ্ছে টিআরপি তালিকা।

এসপ্তাহেও গতবারের মত সেরার স্থান দখল করেছে জগদ্ধাত্রী। ৮.৮ পয়েন্ট সহ বেঙ্গল টপার জগদ্ধাত্রী সিরিয়াল। এদিকে ইশাকে জব্দ করে সমস্ত সত্যি উগলে বের করেছে পর্ণা। দুর্ধর্ষ এপিসোডের জেরে ৮.২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে নিম ফুলের মধু। তৃতীয় স্থানে রয়েছে রোহিত-ফুলকির কাহিনী। এসপ্তাহে ফুলকি পেয়েছে ৮.২ পয়েন্ট। চতুর্থ স্থানে আছে ষ্টার জলসার সুপারহিট মেগা গীতা LLB। পঞ্চম স্থানে রয়েছে জি বাংলারই আরেক মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’।

bengali serial Target Rating Point List

জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’তেও কম চমক মেলেনি। একদিকে যেমন শিমুল নির্দোষ প্রমাণ হয়েছে, তেমনি পরাগকে বিষ দেওয়ার দায়ে জেলে গিয়েছে প্রতীক্ষা। এখানেই শেষ নয়, পুতুলের বিয়ে ঠিক হয়েছে স্যারের সাথে। এদিকে পরাগ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে আরও একটা শেষ সুযোগ চাইছে শিমুলের থেকে।

আরও পড়ুনঃ এতকিছুর পরেও নির্লজ্জ্ব, মেঘ-নীলের ফুলশয্যা পণ্ড করতে ষড়যন্ত্র ময়ূরীর! ফাঁস চমকে দেওয়া পর্ব

এতসব দেখিয়ে ৭.৬ টিআরপি সহ পঞ্চম স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রথম পাঁচে নেই অনুরাগের ছোঁয়া। সূর্য-দীপার গল্পে এখন প্রতি পর্বেই আসছে টুইস্ট। দীপার জীবনে যেমন অর্জুন তেমনি সূর্যের জীবনে আসছিল ইরা। কিন্তু এবার জানা যাচ্ছে ইরা আসলে মিশকার ড্যাডির মেয়ে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশ সিরিয়ালের তালিকা।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

জগদ্ধাত্রী – ৮.৮ প্রথম
নিম ফুলের মধু – ৮.২ দ্বিতীয়
ফুলকি – ৮.১ তৃতীয় 

গীতা LLB – ৭.৯
কোন গোপনে মন ভেসেছে – ৭.৬

কার কাছে কই মনের কথা – ৭.০
অনুরাগের ছোঁয়া – ৬.৮
কথা – ৬.৬
তোমাদের রাণী – ৬.৪
সন্ধ্যাতারা – ৬.৩

আরও পড়ুনঃ জ্যাস-পর্ণা ফিনিশ! রাস্তায় আলোর পড়ে IAS হওয়ার গল্প বলতে আসছে ‘যোগমায়া’, ভাইরাল ফার্স্ট প্রোমো

সেরা দশের তালিকায় না থাকলেও গত সপ্তাহে চর্চায় ছিল ‘ইচ্ছে পুতুল’। বিয়ের মন্ডপে এসে মেঘকে গুলি করতে চেয়েছিল ময়ূরী। কিন্তু তাতে সফল হয়নি সে, বদলে জেলে গিয়েছে। এদিকে ইচ্ছে পুতুল শেষ হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। সিরিয়াল বাদে রিয়েলিটি শোয়ের মধ্যে রচনা ব্যানার্জী সঞ্চালিত ‘দিদি নং ১’ পেয়েছে। অন্যদিকে সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত ‘দাদাগিরি’ পেয়েছে ৫.৭।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥