• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ সত্যিই তাই…’ দাদাগিরিতে সৌরভকে কিপ্টে বলে অভিযোগ খুদের! টেলিকাস্টের আগেই ফাঁস ভিডিও

Updated on:

Dadagiri 10 a kid participant says Sourav Ganguly is stingy

‘দাদাগিরি’র (Dadagiri 10) মঞ্চে এবার কচিকাঁচাদের দাদাগিরি দেখতে পাবেন দর্শকরা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শো-য়ে শীঘ্রই পুঁচকে প্রতিযোগীদের দেখা যাবে। তাদের মধ্যে একজন আবার সঞ্চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনবেন! ‘দাদাগিরি’র মঞ্চে দাঁড়িয়ে সে জানাবে, সৌরভ নাকি কিপ্টে!

চলতি সপ্তাহে জি বাংলার (Zee Bangla) এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের (Reality Show) মঞ্চে খুদে প্রতিযোগীদের দেখা যাবে। সম্প্রতি আসন্ন সেই পর্বের একটি ঝলক (Promo) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একজন প্রতিযোগী বলছে তার বাড়ি বেহালা। একথা শুনে তার সঙ্গে মজা করতে শুরু করেন আর এক বেহালা নিবাসী সৌরভ।

Sourav Ganguly Dadagiri promo

মহারাজ নিজেই সেই খুদে প্রতিযোগীকে জিজ্ঞেস করে, সৌরভ জেঠু তোকে ডেকে খাওয়ায় না কেন? প্রশ্ন শুনে সেই শিশু বলে, জেঠু ব্যস্ত থাকে তাই খাওয়ায় না। খুদে প্রতিযোগীর উত্তর শুনে সৌরভ বলেন, ‘ভদ্র বলে বলেছে ব্যস্ত থাকি, আমি ভাবলাম এই বলবে দাদা কিপ্টে’।

আরও পড়ুনঃ TRP-র লোভে সাজানো কষ্টের কাহিনী দেখায় ‘ইন্ডিয়ান আইডল’! সাংবাদিকের প্রশ্নে বিস্ফোরক শ্রেয়া

সঞ্চালকের মুখে একথা শোনামাত্রই বেহালা নিবাসী সেই  প্রতিযোগী বলে ওঠে, হ্যাঁ, তুমি কিপ্টেও। কথার সূত্রে সেই খুদে প্রতিযোগী বলে, সে শুধু বেহালায় থাকে সেটাই নয়, সে জেঠুর (সৌরভ গঙ্গোপাধ্যায়) বাড়িতেই থাকে! পুঁচকে এই প্রতিযোগীর সঙ্গে দাদার মজার কথোপকথন শুনে হেসে গড়িয়ে পড়ার জোগাড় হয় সকলের।

Sourav Ganguly Dadagiri promo

কচিকাঁচা স্পেশ্যাল ‘দাদাগিরি’র (Dadagiri) এই পর্ব সম্প্রচারিত হবে আগামী রবিবার। খুদেদের সঙ্গে দাদার নানান খুনসুটি দেখতে বেশ পছন্দ করেন দর্শকরা। আসন্ন পর্বেও যে তা দেখা যাবে, তা এই প্রোমো ভিডিও দেখেই পরিষ্কার। বর্তমানে ‘দাদাগিরি’র দশম সিজন সম্প্রচারিত হচ্ছে। প্রত্যেক শনি এবং রবিবার রাত ৯:৩০টা থেকে দেখা যায় সৌরভের শো।

আরও পড়ুনঃ অর্জুন-ইরা অতীত, বাধা-বিপত্তি কাটিয়ে ফের জুড়বে সূর্য-দীপার সংসার! ফাঁস মন খুশি করা পর্ব

প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের অন্যতম পুরনো এবং জনপ্রিয় রিয়্যালিটি শো হল ‘দাদাগিরি’। যদিও চলতি সিজন নিয়ে দর্শকদের একাংশের অভিযোগ, এবার তারকাদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের থেকে বেশি সেলেবদের দেখা যাচ্ছে সৌরভের শো-য়ে। তবে দিনের শেষে টিআরপিই শেষ কথা আর টিআরপি তালিকায় প্রত্যেক সপ্তাহে ছক্কা হাঁকাচ্ছে ‘দাদাগিরি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥