• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫০ লাখ না হলে নো ডিভোর্স! পর্ণার দাবি শুনেই মাথায় হাত সৃজন-বাবুউউর মায়ের, ফাঁস ব্লকবাস্টার পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Parna demands 50 lakh Rupees from Srijan

শুরু থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকটি। একান্নবর্তী পরিবারের কাহিনী দেখিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে এই মেগা (Bengali Serial)। চলতি সপ্তাহে তো বেঙ্গল টপারের শিরোপাও দখল করেছে এই সিরিয়াল। এবার সেই স্থান ধরে রাখতে বিরাট চমক দিতে চলেছেন নির্মাতারা।

‘নিম ফুলের মধু’ যারা রোজ দেখেন তাঁরা জানেন, সিরিয়ালের নায়িকা পর্ণা (Parna) শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে সুখে সংসার করতে চায়। কিন্তু দত্ত বাড়ির অনেকেই তাকে সহ্য করতে পারে না। তাদের মধ্যে অন্যতম হলেন পর্ণার শাশুড়ি কৃষ্ণা (Krishna)। যেন তেন প্রকারেণ ছেলের বিয়ে ভেঙে বৌমাকে বাড়ি থেকে বিদায় করতে চান তিনি।

Neem Phooler Madhu serial Moumita actress Manosi Sengupta takes a break from social media

নিজের সেই পরিকল্পনায় অনেকটাই এগিয়ে গিয়েছে বাবুউউর মা। কয়েকদিন আগেই সৃজন-পর্ণার বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় বিরাট দুর্ঘটনার কবলে পড়ে সৃজনের (Srijan) ভাই চয়ন। যে কারণে সৃজন-পর্ণার ডিভোর্স (Divorce) কিছুদিনের জন্য আটকে যায়।

আরও পড়ুনঃ সূর্য-দীপার বিচ্ছেদেই কাল হল! ‘অনুরাগের ছোঁয়া’র TRP পড়তেই বিস্ফোরক খোদ দিব্যজ্যোতি

কিন্তু এখন সব ঝামেলা মিটে গিয়েছে। তাই ফের আদালতে বাবু ও বাবুর বৌয়ের ডিভোর্সের মামলা চালু হয়েছে। তবে পর্ণাকে এত সহজে দত্ত বাড়ি থেকে তাড়ানো মুশকিল। সেই জন্য এবার ডিভোর্সের আটকাতে মোটা টাকার খোরপোষ দাবি করলো সে।

আরও পড়ুনঃ গিনিকে বাঁচানোর শাস্তি, ময়ূরীর কুবুদ্ধিতে রাতে মেঘের সাথে নোংরামি রূপের! ফাঁস তুলকালাম পর্ব

Neem Phooler Madhu Parna

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখতে পাবেন, পর্ণার উকিল সৃজনকে বলছে, যদি সৃজন-পর্ণার ডিভোর্স হয়ে যায় তাহলে তাকে খোরপোষের টাকা দিতে হবে। এরপর বাড়ি ফিরে পর্ণা হিসেব করে জানায়, খোরপোষ বাবদ সে মোট ৫০ লাখ টাকা পাবে। বিপুল পরিমাণ টাকার দাবি শুনে মাথা ঘুরে যায় বাবুউউর মায়ের। অপরদিকে স্ত্রীয়ের ডিম্যান্ডে বিপাকে পড়ে সৃজন।

আসলে পর্ণাও ভালো করে জানে, এত মোটা টাকা সৃজনের পক্ষে দেওয়া বেশ মুশকিল। সেই জন্য বুদ্ধি খাটিয়ে খোরপোষ বাবদ এত বিপুল অর্থ দাবি করে সে। এবার দেখা যাক, পর্ণার এই প্ল্যানে শেষমেষ তাদের ডিভোর্স আটকায় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥