• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপার বিচ্ছেদেই কাল হল! ‘অনুরাগের ছোঁয়া’র TRP পড়তেই বিস্ফোরক খোদ দিব্যজ্যোতি

Published on:

Anurager Chhowa actor Dibyojyoti Dutta reacts on serial TRP decreasing

গত তিন সপ্তাহ ধরে টিআরপি তালিকায় (TRP List) আশানুরূপ ফল করতে পারছে না স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। একসময়কার বেঙ্গল টপার চলতি সপ্তাহে নেমে এসেছে চতুর্থ স্থানে। সূর্য- দীপার মেগাকে টেক্কা দিয়ে এই সপ্তাহে টিআরপি (TRP) টপার হয়েছে ‘কার কাছে কই মনের কথা’ এবং ‘নিম ফুলের মধু’।

কয়েক মাস আগে আচমকাই শোনা গিয়েছিল, বাস্তব জীবনে তলানিতে ঠেকেছে পর্দার সূর্য-দীপার সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে আনফলো করেছিলেন দু’জনে। কয়েকদিন পর ফের অবশ্য ফলো করতে শুরু করেন। তবে এখন আবার শোনা যাচ্ছে, অনস্ক্রিন ভাইয়ের বউ ঊর্মি তথা সৌমিলির সঙ্গে প্রেম করছেন ‘সূর্য’ দিব্যজ্যোতি (Dibyojyoti Dutta)

Anurager Chhowa Soumily Chakraborty opens up about her relation with Dibyojyoti Dutta

সাম্প্রতিক অতীতে সৌমিলির সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন ‘অনুরাগের ছোঁয়া’ নায়ক। সেখান থেকেই দু’জনের প্রেমের জল্পনার সূত্রপাত। আর তা শুনে আঘাত পাচ্ছে সূর্য-দীপার ভক্তরা। এসবের কারণেই কি তাহলে দিন দিন কমছে সিরিয়ালের (Bengali Serial) টিআরপি? সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন দিব্যজ্যোতি।

আরও পড়ুনঃ গিনিকে বাঁচানোর শাস্তি, ময়ূরীর কুবুদ্ধিতে রাতে মেঘের সাথে নোংরামি রূপের! ফাঁস তুলকালাম পর্ব

পর্দার সূর্য বলেন, ‘আজ থেকে কয়েক সপ্তাহ আগে যখন ‘অনুরাগের ছোঁয়া’ বেঙ্গল টপার হয়েছিল, তখন কিন্তু সেটা গোটা ভারত জুড়ে হয়েছিল। আমার যদিও বিশ্বাস টিআরপির ওঠানামা লেগেই থাকে। টিআরপি নিয়ে যদি হতাশ হয়ে পড়ি অথবা সারাদিন ধরে ভাবতে থাকি তাহলে আমার শটটাই খারাপ হবে। আমি সংলাপ ভুলে যাব’।

আরও পড়ুনঃ জিতে গেল মিশকা, দীপাকে ডিভোর্স দিয়ে নিজেকে শেষ করতে গেল সূর্য! ফাঁস আজকের তুলকালাম পর্ব

Dibyojyoti Dutta on Anurager Chhowa decreasing TRP

এখানেই থামেননি দিব্যজ্যোতি। অভিনেতা আরও বলেন, ‘টিআরপির এই ওঠাপড়া নিয়ে ভাবার জন্য নির্মাতারা রয়েছেন। আমার কাছে অভিনয়টাই আসল। বহু মানুষের নিঃস্বার্থ ভালোবাসা জড়িয়ে আছে এখানে। আমার দাদা লস অ্যাঞ্জেলসে থাকে। সেখানকার একটা বাঙালি রেস্তোরাঁয় ও খেতে গিয়েছিল। দেখে ‘অনুরাগের ছোঁয়া’ চলছে। আমায় ছবি পাঠিয়েছিল। এখন আমি যদি কাজের থেকে নিজের ফোকাস সরিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ি তাহলে কাজটা আরও খারাপ হয়ে যাবে। তবে হ্যাঁ, ‘অনুরাগের ছোঁয়া’কে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করবো’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥