• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গিনিকে বাঁচানোর শাস্তি, ময়ূরীর কুবুদ্ধিতে রাতে মেঘের সাথে নোংরামি রূপের! ফাঁস তুলকালাম পর্ব

Published on:

Icche Putul Megh tried to harm Megh after planning with Mayuri

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটির প্রত্যেকটি এপিসোড এখন দারুণ জমজমাট হচ্ছে। একদিকে ময়ূরীর সঙ্গে হাত মিলিয়ে মেঘের জীবন তছনছ করে দেওয়ার পরিকল্পনা করেছে রূপ। অন্যদিকে নিজের ভুল শুধরে ফের মেঘ-নীলের সংসার জুড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে গিনি।

‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকটি (Bengali Serial) যারা রোজ দেখেন তাঁরা জানেন, কয়েকদিন আগেই উপযুক্ত প্রমাণের অভাবে আদালত থেকে জামিন পেয়েছে রূপ। এরপর থেকে মেঘের ক্ষতি করার জন্য মরিয়া হয়ে উঠেছে সে। কারণ মেঘের (Megh) জন্য জেলে যেতে হয়েছিল তাকে। আর তার প্রতিশোধ নিতেই ফের ময়ূরীর সঙ্গে হাত মিলিয়েছে সে।

Zee Bangla Bengali serial Icche Putul Rup wants to harm Megh Mayuri helps him

গত পর্বে দেখা যায়, মেঘের প্রত্যেক মুহূর্তের আপডেট রূপকে দিচ্ছে ময়ূরী (Mayuri)। মেঘ এবং তার বাবা অনিন্দ্য ঠাকুর দেখতে বেরিয়েছিল। সেখানেও রূপ (Rup) তাদের পিছু নেয়। যদিও মেঘ সেটা বুঝে গিয়েছিল। তবে বাবা চিন্তা করবে বলে তাকে কিছু বলে না।

আরও পড়ুনঃ ঘোমটা কালীকে জড়িয়ে ধরে হাউহাউ করে কান্না! ‘গৌরী এলো’র অন্তিম দিনের শ্যুটিংয়ে ভেঙে পড়লেন মোহনা

এরপর বাড়ি ফিরে হাত-মুখ ধুয়ে ঘুমোতে চলে যায় মেঘ। ময়ূরী আড়াল থেকে সব কিছু লক্ষ্য করতে থাকে এবং রূপকে প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকে। মেঘের ঘরের দরজা বন্ধ হওয়া থেকে লাইট নেভানো- সব কিছু ফোনের মাধ্যমে রূপকে জানাতে থাকে সে।

আরও পড়ুনঃ ‘সন্ধ্যাতারা’র গল্প চুরি করেছে মিতুলের সিরিয়াল! ‘মিঠিঝোরা’র প্রোমো দেখেই ‘টুকলি’র অভিযোগ দর্শকদের

Icche Putul serial Megh

ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন, বিছানায় শুয়ে ঘুমোচ্ছে মেঘ। সেই সময় আচমকাই তার ঘরের দরজা খুলে যায়। এরপর মুখে মুখোশ পরে মেঘের ঘরে প্রবেশ করে রূপ। তা দেখে ভীষণ ভয় পেয়ে যায় মেঘ। একেবারে জানলার কোণে সিঁটিয়ে যায় সে।

মেঘ ভয় পেয়েছে দেখে আস্তে আস্তে তার দিকে এগোতে থাকে রূপ। এরপর সোজা গিয়ে মেঘের কোমরে হাত রাখে সে। তারপর মেঘের সঙ্গে অসভ্যতা করতে থাকে। মেঘ নিজেকে বাঁচাতে ‘বাপি বাপি’ করে চিৎকার করলে তাকে জাপটে ধরে রূপ। রাতের অন্ধকারে কোন অঘটনের শিকার হতে চলেছে মেঘ? সেই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥