• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৌমিতাকে হাতেনাতে ধরল পর্ণা! তার কাটতেই তুলকালাম দত্ত বাড়ি, টিভির আগেই ফাঁস হাই ভোল্টেজ পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Parna caught Moumita

একান্নবর্তী পরিবারের কাহিনী দেখিয়ে শুরু থেকেই দর্শকমন জয় করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকটি। সৃজন-পর্ণার গল্প দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। দত্ত বাড়ির তারকাটা বৌমার কাণ্ডকারখানা দেখে মাঝেমধ্যে হাসি চাপা দায় হয়ে পড়ে সিরিয়ালপ্রেমীদের। এবার এই সিরিয়ালেই আসতে চলেছে ধামাকা পর্ব।

ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, পর্ণার জীবনে তছনছ করতে রোজ কোনও না কোনও ষড়যন্ত্র করে চলেছে ঈশা। কখনও শাড়ির কথায় আগুন লাগিয়ে দিচ্ছে সে, কখনও আবার মশলায় ভেজাল মেশানোর অপরাধে ধ্যাষ্টামো জেঠুর দোকানের ঝাঁপ ফেলে দিচ্ছে। তবে এতকিছুর পরেও হার মানেনি পর্ণা (Parna)

Neem Phooler Madhu serial

বাজোরিয়ার সঙ্গে হাত মিলিয়ে দত্ত বাড়ি গুঁড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল ঈশা (Isha), তবে যথা সময়ে টাকা জোগাড় করে শ্বশুরবাড়িকে রক্ষা করে বাবুউউর বউ। এবার সংসার টানতে নতুন ব্যবসার পরিকল্পনাও করেছে সে। শাড়ির কথা আর জেঠুর মশলার দোকান বন্ধ হয়ে যাওয়ার পর এবার পর্ণার কথা অনুযায়ী হোটেলের ব্যবসা খুলেছে দত্ত পরিবার।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান, শীঘ্রই আসছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড! প্রোমো দেখেই উচ্ছসিত দর্শকেরা

দত্ত বাড়িতে প্রথম গ্রাহক হিসেবে আসে বরাগ পরিবার। মিস্টার অ্যান্ড মিসেস বরাগের বিবাহবার্ষিকী জমিয়ে তুলতে দুর্দান্ত আয়োজন করে সৃজন (Srijan)-পর্ণারা। পঞ্চব্যঞ্জনে সাজিয়ে তাদের খেতে দেয় দত্ত বাড়ির সদস্যরা। তবে পর্ণার এই ব্যবসা যাতে শুরুতেই মুখ থুবড়ে পড়ে তা সুনিশ্চিত করতে হাত মেলায় মৌমিতা (Moumita), অয়ন (Ayan) আর ঈশা।

Neem Phooler Madhu Isha and Moumita

বরাগ পরিবারের জন্য তৈরি করা খাবারে জোলাপ মিশিয়ে দেয় মৌমিতা। তবে পর্ণা আগে থেকেই সতর্ক ছিল। তাই সে রুচিরার মাকে দিয়ে প্রত্যেকটা রান্না আবার নতুন করে তৈরি করে রান্নাঘরে রেখে আসে। এরপর সেই রান্নাই খেতে দেওয়া হয় বরাগ ফ্যামিলিকে।

আরও পড়ুনঃ বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার! গ্র্যামি জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন শঙ্কর মহাদেবন-জাকির হুসেন

খাবার খাওয়া সত্ত্বেও কিছু হচ্ছে না দেখে অবাক হয়ে যায় অয়ন-মৌমিতা। তখনই তাদের হাতেনাতে ধরে পর্ণা। ধরা পড়ে যাওয়া মাত্রই পর্ণার কাছে ক্ষমা চাওয়ার নাটক করতে থাকে মৌমিতা। আর কখনও এমন কাজ করবে না বলে জানায় সে। তবে অয়ন-মৌমিতার এই প্ল্যানের পিছনে ঈশার হাত আছে শুনেই তার কেটে যায় পর্ণার। এবার ঈশার কুকর্মের ফল পাইয়েই ছাড়বে বলে জানায় সে। ঈশাকে কীভাবে শায়েস্তা করে বাবুউউর বউ সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥