• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার! গ্র্যামি জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন শঙ্কর মহাদেবন-জাকির হুসেন

Published on:

Shankar Mahadevan Zakir Hussain win Grammy Awards 2024 for Shakti band album This Moment

লস অ্যাঞ্জেলসে বসেছে ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডের (66th Grammy Awards 2024) আসর। গোটা বিশ্ব থেকে বিনোদন জগতের একাধিক তাবড় তাবড় তারকা উপস্থিত হয়েছেন সেই অনুষ্ঠানে। সেই মঞ্চে দাঁড়িয়েই এবার ভারতের মুখ উজ্জ্বল করলেন শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan) এবং জাকির হুসেন (Zakir Hussain)। গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে ভারতবাসীকে গর্বিত করলেন দুই সঙ্গীতশিল্পী।

ভারতের দুই প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন এবং জাকির হুসেনের ফিউশন ব্যান্ড ‘শক্তি’ (Shakti) সোমবার গ্র্যামি পুরস্কারে ভূষিত হয়েছে। তাঁদের লেটেস্ট অ্যালবাম ‘দিস মোমেন্ট’ (This Moment) সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে জয়ী হয়েছে। সোমবার ভোররাতে গ্র্যামির অফিশিয়াল এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টের মাধ্যমে এই খবর ঘোষণা করা হয়।

Shankar Mahadevan Zakir Hussain's Band Shakti for This Moment albus wins Grammy Awards 2024

গ্র্যামির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, শঙ্কর মহাদেবন এবং ‘শক্তি’র আর এক সদস্য গণেশ রাজাগোপালন মঞ্চে উঠে অ্যাওয়ার্ড গ্রহণ করছেন। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘শুভেচ্ছা! সেরা গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড বিজেতা- ‘দিস মোমেন্ট’ শক্তি’। পুরস্কার জয়ের পর স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন শঙ্কর মহাদেবন।

আরও পড়ুনঃ শাহরুখ-সলমনকে টেক্কা! বুর্জ খলিফায় ভেসে উঠল যীশুর মুখ, ভিডিও দেখে গর্বিত আপামর বাঙালি

মঞ্চে দাঁড়িয়ে গায়ক বলেন, ‘ধন্যবাদ ছেলেরা। ঈশ্বর, পরিবার, বন্ধুবান্ধব ও ভারতবর্ষকে ধন্যবাদ জানাই। ভারত, তোমার জন্য আমরা গর্বিত’। এরপর নিজের স্ত্রীকে গ্র্যামি উৎসর্গ করে শঙ্কর মহাদেবন বলেন, ‘এই পুরস্কার আমি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই, আমার সঙ্গীতের প্রত্যেকটি নোট তাঁকে উৎসর্গ করা হয়েছে’।

Shankar Mahadevan Zakir Hussain's Band Shakti for This Moment albus wins Grammy Awards 2024

প্রসঙ্গত, গত বছর তথা ২০২৩ সালের ৩০ জুন ‘শক্তি’র ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি প্রকাশিত হয়েছিল। সেই অ্যালবামে শঙ্কর মহাদেবন (কণ্ঠশিল্পী), গণেশ রাজাগোপালন (বেহালাবাদক), ভি সেলভাগণেশ (পার্কিউশনিস্ট) জাকির হুসেন (তবলাবাদক) এবং জন ম্যাকলাফলিন (গিটার সিন্থ) কাজ করেছেন। এই অ্যালবামে মোট ৮টি গান আছে। বার্না রয়, ডেভিডো, বোকান্তের মতো প্রখ্যাত শিল্পীদের সঙ্গে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তাঁরা। শেষ অবধি বাজিমাত করে ‘শক্তি’র ‘দি মোমেন্ট’।

আরও পড়ুনঃ মা-বোনকে খাবারের খোঁটা, শিমুলকে তাড়িয়ে হাত হাহুতাশ মধুবালার! ফাঁস আজকের তুলকালাম পর্ব

‘দিস মোমেন্ট’র পাশাপাশি ‘পশতু’র জন্যও গ্র্যামি জিতেছেন। ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে জয়ী হয়েছেন তিনি। জাকির ছাড়াও ‘পশতু’র জন্য এই পুরস্কার পেয়েছেন এডগার মেয়ার এবং বেলা ফ্লেক। এছাড়া জনপ্রিয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়াও এই বছর গ্র্যামি জিতেছেন। একই রাতে জাকির হুসেন ৩টি গ্র্যামি এবং রাকেশ চৌরাসিয়া ২টি গ্র্যামি পুরস্কার জিতেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥