• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার অবসান, শীঘ্রই আসছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড! প্রোমো দেখেই উচ্ছসিত দর্শকেরা

বিনোদনের ডেইলি ডোজ মানেই বাংলা সিরিয়াল (Bengali Serial)। সিনেমা, ওয়েব সিরিজের জনপ্রিয়তার মাঝেও দর্শকমনে নিজের স্থান ধরে রেখেছে ধারাবাহিকগুলি। বিকেল হলেই তাই চা-বিস্কুট হাতে স্টার জলসা কিংবা জি বাংলা (Zee Bangla) খুলে বসে পড়েন মা-কাকিমারা। একদিন দেখতে না পারলেই মনে হয় দিনটা যেন অসম্পূর্ণ রয়ে গেল!

এখন অবশ্য টিভিতে না দেখতে পারলেও খুব একটা অসুবিধা হয় না। ব্যস্ততার ফাঁকে অনেকেই ওটিটিতে দেখে নেন নিজের পছন্দের সিরিয়াল। দর্শকদের বিনোদনের রসদ জোগাতে বছরভর পরিশ্রম করেন টেলিভিশন তারকারা। তাই প্রত্যেক বছর একটা নির্দিষ্ট দিনে তাঁদের সম্মান করার জন্য আয়োজন করা হয় অ্যাওয়ার্ড ফাংশানের। শীঘ্রই যেমন অনুষ্ঠিত হতে চলেছে জি বাংলা ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ (Sonar Sansar Award 2024)।

   

Zee Bangla Sonar Sansar Award 2024 promo

টেলিভিশনের পর্দায় অভিনয় করে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন বহু অভিনেতা-অভিনেত্রী। মেঘ-নীল, জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ থেকে শুরু করে সৃজন-পর্ণা, মিলি-অর্জুন, পর্দার নামেই দর্শকদের কাছে পরিচিত অধিকাংশ টেলি তারকা। কিছু কিছু অভনেতা-অভিনেত্রী তো আবার জনপ্রিয়তার নিরিখে টলিউড তারকাদেরও কড়া টক্কর দেন।

আরও পড়ুনঃ বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার! গ্র্যামি জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন শঙ্কর মহাদেবন-জাকির হুসেন

বাংলা সিরিয়ালের সকল কলাকুশলীকে নিজেদের কাজের জন্য সম্মানিত করার উদ্দেশে প্রত্যেক বছরই চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে আয়োজন করা হয় জমকালো অ্যাওয়ার্ড ফাংশানের (Award Function)। ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ (Sonar Sansar Award), ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’ দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরাও। সম্প্রতি জি বাংলার তরফ থেকে চলতি বছরের ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’র প্রোমো শেয়ার করা হয়েছে।

Zee Bangla Sonar Sansar Award 2024 promo

সেখানে একেবারে ভোল বদলে হাজির হয়েছেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ, মেঘ-নীল, সৃজন-পর্ণারা। সিরিয়ালের চেনা লুক ছেড়ে একেবারে অন্য সাজে দেখা গিয়েছে তাঁদের। ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’র প্রোমোয় নজর কেড়েছে মিলি-অর্জুন এবং ‘আলোর কোলে’ ধারাবাহিকের কলাকুশলীরাও।

আরও পড়ুনঃ মা-বোনকে খাবারের খোঁটা, শিমুলকে তাড়িয়ে হাত হাহুতাশ মধুবালার! ফাঁস আজকের তুলকালাম পর্ব

সিরিয়ালের পাশাপাশি জি বাংলার দুই নন-ফিকশন শো ‘ঘরে ঘরে জি বাংলা’ এবং ‘দিদি নম্বর ১‘র সঞ্চালক-সঞ্চালিকাকেও দেখা গিয়েছে প্রোমোয়। বিশ্বনাথ বসু এবং রচনা বন্দ্যোপাধ্যায়কে মধ্যমণি হয়ে বসে থাকতে দেখা গিয়েছে। আপাতত টেলিভিশনের পর্দায় ‘সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৪’ দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রত্যেকে। দেখা যাক, সম্প্রচারের দিনক্ষণ কবে ঘোষণা করে চ্যানেল কর্তৃপক্ষ।