• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌকে সাপোর্টের মাশুল, শেষমেশ বাবুউউ’র গায়ে হাত তুলল মা! ফাঁস চোখ ধাঁধানো আগাম পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Krishna slaps Srijan

নিত্যনতুন চমক দেওয়ায় জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকটির জুড়ি মেলা ভার। এখন যেমন ভিখারি পাচার রহস্য উদঘাটন করছে সৃজন-পর্ণা। আর সেটা করতে গিয়েই চরম বিপদে পড়েছে সৃজনের বোন বর্ষা। অয়ন-মৌমিতার মতো এবার বর্ষাও বগার খপ্পরে ফেঁসে গিয়েছে।

ধারাবাহিকের (Bengali Serial) গত পর্বেই দেখা গিয়েছে, সৃজন-পর্ণা (Srijan Parna) ভিখারি সেজে বগাকে ধরার চেষ্টা করে। কিন্তু বগা আগেই সেই প্ল্যান বুঝে যায়। এরপর বর্ষা বলে সে ভিখারি সেজে যাবে। সৃজন-পর্ণা তাকে বহুবার বারণ করে। কিন্তু বর্ষা নিজের জেদে অনড় থাকে। শেষমেষ বোনের কাছে হার মানে বাবুউউ আর তার বউ। পরের দিন পরিকল্পনা মতো ভিখারি সেজে যথাস্থানে চলে আসে বর্ষা (Barsha)। সৃজন-পর্ণা সহ সকলে দূর থেকে তার ওপর নজর রাখতে থাকে।

Neem Phooler Madhu Barsha as beggar

তবে আগেরবারের মতো এবারও বগা (Boga) বুঝে যায় কিছু একটা গণ্ডগোল আছে। সে পুলিশ দেখতে পেয়ে নিজের এক মহিলা শাগরেদের সঙ্গে একটা প্ল্যান বানায়। বগা বলে, সে পুলিশদের দেখিয়ে দৌড়বে এবং তার মহিলা শাগরেদ বর্ষাকে তুলে নেবে। প্ল্যান মাফিক পুলিশের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যায় বগা। অন্যদিকে বর্ষাকে নিয়ে চলে যায় সেই মেয়েটি।

আরও পড়ুনঃ অপদার্থ বাবা সুর্যর জন্য হারিয়ে গেল সোনা রূপা! চিন্তায় পাগলপারা দীপা, ফাঁস চোখে জল আনা পর্ব

প্রথম প্রথম তার সঙ্গে যেতে ভয় পাচ্ছিল বর্ষা। কিন্তু শেষ পর্যন্ত পর্ণার কথা মনে করে সাহস রেখে তার সঙ্গে চলে যায়। এরপর পর্ণার (Parna) আচমকাই মনে পড়ে বর্ষা একা আছে। সঙ্গে সঙ্গে সে আর সৃজন চলে আসে। কিন্তু বর্ষাকে কোথাও খুঁজে পায় না। সবকিছু মিলিয়ে পর্ণা গাড়ির সামনে চলে এসে অ্যাক্সিডেন্ট করে বসে। সৃজন (Srijan) তখন তাকে ভরসা দিয়ে বলে সবটা সামলে নেবে তারা।

Neem Phooler Madhu Srijan and Parna tensed

দত্ত বাড়ি ফেরার পর সৃজনের বাবা পর্ণার অবস্থার কথা জিজ্ঞেস করে। সৃজন তখন অ্যাক্সিডেন্টের কথা বলে। এরপর কৃষ্ণা (Krishna) নিজের মেয়ের বিষয়ে জিজ্ঞেস করে। বর্ষার নাম শুনেই কেঁদে ফেলে পর্ণা। কাঁদতে কাঁদতে সে বাড়ির সবাইকে সম্পূর্ণ ঘটনা জানায়। একথা শুনে সবাই ভীষণ রেগে যায়। কৃষ্ণা সৃজনকে বলে, পর্ণা তো এক মেয়ে! তুই কীভাবে নিজের বোনকে জেনেশুনে এত বড় বিপদে ফেললি?

আরও পড়ুনঃ পোড়া কপাল, আবারও পরাগকে খুনের দায়ে অভিযুক্ত শিমুল! আগাম পর্ব ফাঁস হতেই ঠিক হয়েছে বলছে নেটপাড়া

মায়ের প্রশ্নের উত্তরে সৃজন বলে তারা বর্ষাকে অনেকবার বারণ করেছিল, কিন্তু সে কোনও কথা শোনেনি। একথা শুনে বাবুউউর গালে সপাটে একটা চড় মারে তার মা এবং বলে বর্ষাকে খুঁজে আনতে। সৃজন কথা দেয়, যেভাবে হোক সে বর্ষাকে খুঁজে আনবে। সৃজন-পর্ণা কি পারবে অয়ন, মৌমিতা, বর্ষাকে বগাদের হাত থেকে বাঁচাতে? জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দা আর বং ট্রেন্ডের প্রতিবেদনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥