• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পোড়া কপাল, আবারও পরাগকে খুনের দায়ে অভিযুক্ত শিমুল! আগাম পর্ব ফাঁস হতেই ঠিক হয়েছে বলছে নেটপাড়া

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul is getting blamed for Parag’s accident

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। একদিকে অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি পরাগ। প্রাক্তন স্বামী যাতে সুস্থ হয়ে ওঠে সেই জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে শিমুল। অন্যদিকে দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে ফের ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে পলাশ।

ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, বিয়ের পর থেকে নানান কষ্ট সহ্য করতে হচ্ছে শিমুলকে। পরাগ (Parag) কখনওই তাকে স্ত্রী হিসেবে সম্মান করেনি। উল্টে মারধর থেকে খুনের চেষ্টা অবধি করেছে। এত কিছু সহ্য করার পরেও কখনও শ্বশুরবাড়ি ছেড়ে যায়নি শিমুল (Shimul)। ডিভোর্সের পরেও শাশুড়ি এবং হাবলি ননদ পুতুলের (Putul) মুখ চেয়ে ব্যানার্জি বাড়িতেই পড়ে থেকেছে সে।

Kar Kache Koi Moner Kotha Shimul and Sucharita

তবে পরাগের দ্বিতীয় বিয়ের দিন বাধে বিপত্তি। বিষক্রিয়ার জেরে পরাগ অসুস্থ হয়ে পড়ে এবং তার দোষ গিয়ে পড়ে শিমুলের ওপর। আদালত থেকে বেকসুর খালাস হওয়ার পর শিমুল সিদ্ধান্ত নেয় আর পরাগের বাড়িতে থাকবে না সে। এদিকে পরাগ নিজের ভুল বুঝতে পেরে ফের শিমুলের সঙ্গে নতুন করে সবটা শুরু করতে চায়।

আরও পড়ুনঃ অপদার্থ বাবা সুর্যর জন্য হারিয়ে গেল সোনা রূপা! চিন্তায় পাগলপারা দীপা, ফাঁস চোখে জল আনা পর্ব

এসবের মাঝেই পুতুল-তীর্থঙ্করের বিয়ে ঠিক হয়। তবে বিয়ের দিনই ঘটে যায় বড় অঘটন। আচমকাই বড় দুর্ঘটনার কবলে পড়ে পরাগ। বিয়ের দিন বাড়ির কারোর মন খারাপ হোক এটা চায় না শিমুল। তাই সে ভাবে পুতুলের (Putul) বিয়েটা ভালোয় ভালোয় মিটলে পরাগের অ্যাক্সিডেন্টের খবর বাড়ির সবাই জানাবে। তবে এর মাঝেই সবটা ফাঁস করে দেবে পলাশ (Palash)।

Kar Kache Koi Moner Kotha Shimul and Palash

আসন্ন এপিসোডে দেখতে পাবেন, পুতুলের বিয়ের সময় পরাগের অ্যাক্সিডেন্টের কথা ফাঁস করে দেয় পলাশ। বড় ছেলের এত বড় বিপদের কথা শুনে চমকে ওঠে মধুবালা (Madhubala)। বিয়ে বাড়িতে কথা হতে থাকে যে সদ্য বিয়ে ভেঙেছে পুতুলের বড়দার।

আরও পড়ুনঃ ছোটপর্দায় কামব্যাক করছেন ‘কী করে বলবো তোমায়’ অভিনেত্রী? নিজেই সুখবর দিলেন স্বস্তিকা

সবাই ফের দোষী সাব্যস্ত করতে থাকে শিমুলকে। দাবি করা হয়, শিমুল নাকি বিয়ে ভাঙাটা একেবারেই মেনে নিতে পারছে না। সেই কারণে বারবার পরাগের ক্ষতি করার চেষ্টা করছে সে। মধুবালা কি ফের সবার কথা শুনে শিমুলকে ভুল বুঝবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥