• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপদার্থ বাবা সুর্যর জন্য হারিয়ে গেল সোনা রূপা! চিন্তায় পাগলপারা দীপা, ফাঁস চোখে জল আনা পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Sona Rupa is missing after seeing Surja's Vdeo

শিশুদের হাতে একটা মোবাইল ফোন পড়লে যে বিপদও ঘটতে পারে তার একটা ছোট্ট নিদর্শন দর্শকদের সামনে তুলে ধরলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। বর্তমান সময়ে মোবাইল ফোনে এমন অনেক জিনিস দেখা যায় যা শিশুদের মনে গভীর প্রভাব ফেলে। ঠিক যেমনটা হয়েছে সোনা-রূপার সঙ্গে। মোবাইল ফোনে সূর্যর ভিডিও দেখে স্কুল থেকে বেরিয়ে গেল তারা।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সোনা-রূপাকে স্কুলে পাঠানোর পর বেশ চিন্তা করতে থাকে দীপা। কারণ সূর্যর (Surjya) ভাইরাল ভিডিও মেয়েদের চোখে পড়লে কিংবা সেই ভিডিওর কথা তারা জানতে পারলে তাদের মনে খারাপ প্রভাব পড়তে পারে। সবে একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরছে রূপা। এর মধ্যে তার মনে কোনও আঘাত লাগুক সেটা কিছুতেই চায় না দীপা (Deepa)। তাই তড়িঘড়ি সোনা-রূপার স্কুলে ছুটে আসে সে।

Anurager Chhowa Deepa tensed for Sona Rupa

আজকের পর্বে দেখা যাবে, সোনা-রূপার (Sona Rupa) স্কুলের একজন সহপাঠী টিফিন বক্স করে মোবাইল ফোন নিয়ে এসে তাদের একটি ভিডিও দেখায়। সেই ভিডিওয় সূর্য এবং ইরার (Ira) হোটেল সংক্রান্ত যাবতীয় ঘটনা দেকা যায়। সোনা-রূপাকে ভিডিওটা দেখানোর পর সেই মেয়েটা নিজের ফোন নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বাবার এই ভিডিওর কথা সোনা-রূপার মাথায় ঘুরতে থাকে। তারা ভাবে, বাবা এতদূর এসেও তাদের সঙ্গে একবার দেখা করলো না! এরপর কাউকে কিছু না বলে একা একা স্কুল থেকে বেরিয়ে যায় দু’জনে।

আরও পড়ুনঃ ছোটপর্দায় কামব্যাক করছেন ‘কী করে বলবো তোমায়’ অভিনেত্রী? নিজেই সুখবর দিলেন স্বস্তিকা

অন্যদিকে কাকিয়া বাড়ি ফিরে তিস্তাকে বাড়ি বিক্রি নিয়ে প্রশ্ন করতে থাকে। তিস্তা জানিয়ে দেয় এই কাজ জয়-ভিক্টর করেছে। কাকিয়া তখন আরও রেগে গিয়ে চিৎকার করতে থাকে। তখন জয় এসে তাকে বোঝানোর চেষ্টা করে। এদিকে ভিক্টর বুঝতে পারে এটা হলে তার এই বাড়িতে থাকাটা সমস্যাজনক হয়ে যাবে। সেই কারণে নিজের মা-কে ব্যবহার করে নতুন নাটক শুরু করে সে।

Anurager Chhowa Sona Rupa in school

দীপের ভবিষ্যৎ, দেনা মেটানো, পরিবারের এতগুলো মানুষের খরচ চালানোর জন্য বাড়ি বিক্রি করাটা জরুরি, এটা বারবার করে বোঝানোর চেষ্টা করে ভিক্টর। কিন্তু তা সত্ত্বেও কাকিয়া কিছুতেই রাজি হয় না। এদিকে স্কুলে এসে সোনা-রূপাকে কোথাও খুঁজে পায় না দীপা। সে সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের কাছে গিয়ে মেয়েদের বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। এরপর সিসিটিভি ফুটেজ দেখার পর জানা যায়, সোনা-রূপা একাই স্কুল থেকে বেরিয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ হাজার ক্ষতি চাইলেও বুদ্ধির জোরে অয়ন-মৌমিতাকে বাঁচাবে পর্ণা! ফাঁস রোমহর্ষক আগাম পর্ব

এরপর যে মেয়েটি স্কুলে ফোন নিয়ে এসেছিল সে এবং তার মা-বাবা স্কুলে এসে উপস্থিত হন। প্রিন্সিপালের কাছে গিয়ে নিজের মেয়ের যাবতীয় দোষের কথা স্বীকার করে নেন। সেই সঙ্গেই উপযুক্ত শাস্তি দেওয়ার কথাও বলেন। দীপা বুঝে যায়, সূর্যর ভিডিও দেখার পরেই সোনা-রূপা স্কুল থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু মেয়েরা কোথায় যেতে পারে তা কিছুতেই বুঝতে পারে না সে। এরপর সেই মেয়েটির থেকে যা কিছু জানার সেটা জেনে সোনা-রূপাকে খুঁজতে বেরিয়ে পড়ে দীপা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥