• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্ণাকে ডুবতে দেখেই ফিরল হুশ, পাল্টি খেয়ে ইশাকে থ্রেট দিচ্ছে বাবুউউর মা! ফাঁস ধামাকাদার পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Krishna gets angry on Isha

জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকটি (Bengali Serial) এখন দারুণ জমজমাট হচ্ছে। ডিভোর্সের কথা ভুলে এখন পুজোর আনন্দে মেতে উঠেছে সৃজন-পর্ণা। দত্ত বাড়ির প্রত্যেকে এখন মাতৃ বন্দনায় মাতোয়ারা। একান্নবর্তী পরিবারের পুজোর দৃশ্য দেখতে দর্শকদেরও বেশ ভালোলাগছে। এসবের মাঝেই পর্ণাকে (Parna) প্রাণে মারার চেষ্টা করলো ঈশা।

দুর্গা পুজো উপলক্ষ্যে দূরত্ব ঘুচিয়ে সৃজন-পর্ণা কাছাকাছি আসছে এটা কৃষ্ণা মেনে নিলেও, কিছুতেই মেনে নিতে পারছে না ঈশা (Isha)। সে বাবুউউর মাকে বলে, তোমরা সবাই সব কিছু এখন মেনে নিচ্ছো? তোমরা তো চেয়েছিলে ওরা আলাদা হয়ে যায়। তাহলে এখন পুজোর বাহানায় যখন ওরা কাছে আসছে তখন কিছু বলছো না কেন? তখন কৃষ্ণা (Krishna) বলে, পুজোর আবহে এসব কথা বললে হিতে বিপরীত হতে পারে।

Neem Phooler Madhu, Neem Phooler Madhu Durga Puja

বাবুউউর মা এখন শান্ত থাকার কথা বললেও ঈশা সেকথা কানে তোলে না। কলা বৌ স্নানের সময় পর্ণা যখন জলের ধারে দাঁড়িয়ে ছিল, তখন ঈশা ভিড় কাজে লাগিয়ে তাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়। শাড়ির আঁচল পায়ে জড়িয়ে হাবুডুবু খেতে থাকে পর্ণা। তখন বৌকে বাঁচানোর জন্য জলে ঝাঁপিয়ে পড়ে সৃজন (Srijan)

আরও পড়ুনঃ আর লুকোচুরি নয়, অষ্টমীতে হাতে হাত রেখে ঘুরলেন আদৃত-কৌশাম্বী! ছবি ভাইরাল হতেই তোলপাড় নেতাপাড়া

এই ঘটনায় বেশ ঘাবড়ে যায় দত্ত বাড়ির সকলে। তবে আসল সত্যিটা জেনে প্রচণ্ড রেগে যায় বাবুউউর মা। সে ঈশাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলে, তুমি কেন এমনটা করলে? আমি ওদের আলাদা করতে চেয়েছিলাম। তবে সেটা একেবারেই পর্ণার জীবনের বিনিময়ে নয়। আজ যদি পর্ণার কিছু একটা হয়ে যেত তাহলে কী হতো?

আরও পড়ুনঃ জেলে বসেও সূর্য-দীপার সুখের সংসারে আগুন, ভাবনার বাইরে কান্ড ঘটালো মিশকা, ফাঁস তোলপাড় করা পর্ব

Neem Phooler Madhu, Neem Phooler Madhu Krishna scolds Isha

এরপরেই কৃষ্ণা হুমকির সুরে ঈশাকে বলে, যদি এরপর আবার তুমি এমন কিছু করো, তাহলে আমি নিজে তোমায় পুলিশের হাতে তুলে দেব। বাবুউউর মায়ের রুদ্ররূপ দেখে বেশ ঘাবড়ে যায় ঈশা। পর্ণাকে সহ্য না করতে পারলেও তাঁর প্রাণ নেওয়ার চেষ্টা করায় ঈশাকে যেভাবে কৃষ্ণা কড়া জবাব দিয়েছে তা দেখে বেশ খুশি হয়েছে দর্শকরা। শাশুড়ি-বৌমার দূরত্ব এভাবেই আস্তে আস্তে ঘুচে যাক সেটাই চাইছে প্রত্যেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥