• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর লুকোচুরি নয়, অষ্টমীতে হাতে হাত রেখে ঘুরলেন আদৃত-কৌশাম্বী! ছবি ভাইরাল হতেই তোলপাড় নেতাপাড়া

‘মিঠাই’ খ্যাত আদৃত রায় (Adrit Roy) এবং কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty) যে প্রেম করছেন তা কারোর অজানা নয়। অতীতে বহুবার কায়দা করে সেই গুঞ্জনে শিলমোহর দিয়েছেন তাঁরা। পুজোতেও ব্যতিক্রম হল না। লুকোচুরি শেষে অষ্টমীতে (Ashtami) হাতে হাত রেখে ছবি দিলেন তারকাজুটি! নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে উচ্ছেবাবু এবং তাঁর অনস্ক্রিন দিদিয়ার ভালোবাসায় মোড়া সেই পোস্ট।

পুজো মানেই পরিবার-পরিজন এবং কাছের মানুষদের সঙ্গে চুটিয়ে মজা করা। সাধারণ মানুষ হোক বা তারকা, কমবেশি প্রত্যেকেই পুজোর (Durga Puja) পাঁচটা দিন এভাবেই কাটান। ব্যতিক্রম নন আদৃত-কৌশাম্বীও। অষ্টমীর দিনটা যেমন একসঙ্গে কাটালেন তাঁরা। কৌশাম্বীর শেয়ার করা ছবি থেকেই জানা গিয়েছে সেকথা।

   

Kaushambi Chakraborty shares her Pujo plan with boyfriend

মহাষ্টমীর দিন অফ হোয়াইট শাড়িতে সেজে উঠেছিলেন এই টেলি নায়িকা। হালকা মেক আপ, মানানসই গয়নায় অপরূপ সুন্দরী দেখাচ্ছিল তাঁকে। যদিও আদৃত কী পরেছিলেন তা দেখা যায়নি। কারণ কৌশাম্বীর শেয়ার করা ছবিতে স্রেফ দেখা যাচ্ছে, তিনি সিঁড়িতে একটু পিছন ঘুরে দাঁড়িয়ে কারোর একটা হাত ধরে আছেন। আর সেই হাত দেখে নেটিজেনরা বলছে, এটা তো আদৃতের হাত!

আরও পড়ুনঃ নেশার ঘোরে মেঘকে ভুলে ময়ূরীর সাথে একি করল নীল? ফাঁস ‘ইচ্ছে পুতুল’র তোলপাড় পর্ব

আসলে কৌশাম্বী যে ব্যক্তির হাত ধরে ছবি দিয়েছেন তাঁর হাতে একটা ট্যাটু রয়েছে। নেটিজেনদের একাংশের দাবি, এই ট্যাটু-ওয়ালা হাত আদৃতেরই। একজন যেমন কমেন্ট করেছেন, ‘ট্যাটুটা বেশ চেনা চেনা লাগছে। হাতটাও খুব চেনা মনে হচ্ছে। এটা আদৃত দা, আমি নিশ্চিত এটা আদৃত দা’।

আরও পড়ুনঃ কুমারীপুজোর সাজে সোনা-রুপা, সূর্য-দীপার ক্ষতি করতে জেল থেকে পালালো মিশকা! ফাঁস ধামাকা পর্ব

Kaushambi Chakraborty shares photo with Adrit on birthday

প্রসঙ্গত, ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন আদৃত-কৌশাম্বী। সেখানে অবশ্য ভাই-বোন হয়েছিলেন তাঁরা। একসঙ্গে কাজ করতে গিয়েই একে অপরকে মন দিয়ে ফেলেন এই দু’জনে। এখন চুটিয়ে প্রেম করছেন তাঁরা।

আদৃতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে একসময় প্রচুর কটাক্ষ শুনেছিলেন কৌশাম্বী। আসলে অনেকেই চেয়েছিলেন পর্দার মতো বাস্তবেও আদৃত এবং সৌমিতৃষার মধ্যে সম্পর্ক গড়ে উঠুক। সেটা না হওয়াতেই কৌশাম্বীর ওপর চটে গিয়েছিলেন অনেকে। বহু মানুষের চোখে তিনি হয়ে উঠেছিলেন ভিলেন। তবে সিরিয়াল শেষের সঙ্গেই সেই ট্রোল অনেকটা কমেছে। আর সেই জন্যই নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরিটাও কম করছেন ‘মিঠাই’ তারকারা।