• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জেলে বসেও সূর্য-দীপার সুখের সংসারে আগুন, ভাবনার বাইরে কান্ড ঘটালো মিশকা, ফাঁস তোলপাড় করা পর্ব

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপারের শিরোপা দখল করছে এই সিরিয়াল (Bengali Serial)। আর এখন তো সূর্য-দীপার কাহিনী একেবারে জমে উঠেছে। একদিকে জেল খাটছে মিশকা, অপরদিকে সব ঝড়ঝাপটা কাটিয়ে পুজোর আনন্দে মেতে উঠেছে সূর্য-দীপা। যদিও এবার সেই আনন্দ মাটি করে দিতে চলেছে মিশকা।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, সেনগুপ্ত বাড়িতে ধুমধাম করে দুর্গা পুজো করা হচ্ছে। মিশকার (Mishka) খুনের অপবাদ থেকে সূর্য (Surja) মুক্তি পাওয়ার পর সেনগুপ্ত বাড়িতে খুশির হাওয়া বইছে। আপাতত আনন্দ-মজা করেই দুর্গাপুজোর কয়েকটা দিন কাটাচ্ছে তারা। কিন্তু এসবের মাঝেই ফের নতুন ঝড় তুলল মিশকা।

   

Star Jalsha Bengali serial Anurager Chhowa Sona Rupa gets ready for Kumari Puja

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, অষ্টমীর সকালে সোনা-রূপাকে কুমারী পুজোর সাজে সাজিয়ে দেয় দীপা (Deepa)। দুই খুদেকে এতটাই মিষ্টি লাগছিল যে তাদের দিক থেকে চোখ ফেরাতে পারছিল না কেউ। এরপর পুরোহিত মশাই বাড়ির সকলকে অঞ্জলি দেওয়ার জন্য ডাকে।

আরও পড়ুনঃ পুজোর মাঝেই চতুর্থ বিয়ের প্রস্তুতি? ফাঁস হতেই ভাইরাল টুকটুকে লাল বেনারসিতে শ্রাবন্তীর ছবি

একসঙ্গে বাড়ির সবাই অঞ্জলি দেওয়ার চেয়ে খুশির আর কীই বা হতে পারে! কিন্তু সেই আনন্দ উপভোগ করার আগেই সেনগুপ্ত বাড়িতে ঝড়ের মতো প্রবেশ করে সূর্যর স্যার। তিনি এসে সকলকে সেদিনের সংবাদপত্রটা দেখান। সেখানে সূর্য আর মিশকার ছবি দিয়ে মিশকার করুণ কাহিনী লেখা হয়েছে। শুধু তাই নয়, সূর্যকে সেখানে চরিত্রহীন বলেও বর্ণনা করে সংবাদপত্র কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ আর লুকোচুরি নয়, অষ্টমীতে হাতে হাত রেখে ঘুরলেন আদৃত-কৌশাম্বী! ছবি ভাইরাল হতেই তোলপাড় নেতাপাড়া

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Surjya sir

সেই সংবাদপত্র দেখিয়ে সূর্যর স্যার সূর্যকে বলেন, এতখানি নীচে নামতে তার লজ্জা করলো না? সূর্য বারবার বলে সে কিছু করেনি, সে নির্দোষ। যদিও সূর্যর স্যার সেকথায় বিশ্বাস না করে উল্টে তাকেই দোষারোপ করতে থাকে।

এরপর সূর্য দীপাকে বলে সে এই কাজ করেনি, এমন কাজ করার কথা কখনও ভাবতেও পারে না। সেকথা শুনে দীপা বলে, এটা তাকে আলাদা করে আর বলতে হবে না। এরপরেই দীপা ঠিক করে মিশকা কী করতে চাইছে সেটা বুঝে দ্রুত তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। এবার দেখা যাক, দীপা এই কাজে আদৌ সফল হয় কিনা।