• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একা পর্ণায় রক্ষে নেই এবার এল দোসর! বিয়ের পরেই ‘ধ্যাষ্টামো’ জেঠুকে জব্বর টাইট দিল রুচিরা

Published on:

Neem Phooler Madhu Ruchira replies to Dhyastamo Jethu

চয়ন-রুচিরার বিয়ের পর থেকে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) একেবারে জমে উঠেছে। একদিকে ঈশার প্ল্যান ভেস্তে সৃজনকে প্রোপোজ করেছে পর্ণা। অন্যদিকে শ্বশুরমশাইয়ের সব ‘ধ্যাষ্টামো’ বের করে দিচ্ছে রুচিরা। বিয়ে হতে না হতেই চয়নের বাবাকে যেভাবে জব্দ করছে তার ছেলের বউ তা দেখতে বেশ ভালোলাগছে দর্শকদের।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকে (Bengali Serial) কয়েকদিন আগেই দেখানো হয়েছিল, আচমকা চয়ন এবং রুচিরার বিয়ে দিয়ে দত্ত বাড়িতে নিয়ে আসে পর্ণা। পরিবারের বিরুদ্ধে গিয়ে পর্ণা এমন করায় ভীষণ রেগে যায় সৃজন। যদিও নিজের বুদ্ধি দিয়ে সম্পূর্ণ পরিস্থিতি সামলে নেয় বাবুউউর বউ। একদিকে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের সৃজনের (Srijan) কাছাকাছি আসে সে। অন্যদিকে শ্বশুরবাড়ির সবার মন জয় করার চেষ্টা করতে শুরু করে রুচিরা।

Chayan Ruchira get Married Neem Phooler Madhu

বিয়ে করে দত্ত বাড়িতে এন্ট্রি নেওয়ার পর থেকেই চয়নের বউ দর্শকদেরও পছন্দের পাত্রী হয়ে উঠেছে। এতদিন পর্যন্ত ধারাবাহিকে তাকে শান্ত স্বভাবের মেয়ে হিসেবেই দেখানো হয়েছে। তবে বিয়ে হতে হতেই ভোল বদলে গিয়েছে রুচিরার। অনেকে বলছে, রুচিরা নাকি তারকাটা পর্ণারথেকেও বেশি ডেঞ্জারাস!

আরও পড়ুনঃ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে শুভশ্রীর দিদি! দেবশ্রী গাঙ্গুলীর হবু স্বামী কে চেনেন? দেখুন আসল পরিচয়

ধারাবাহিকের গত পর্বে দেখানো হয়, রুচিরার বানানো চা ভালো খেতে হলেও ধ্যাষ্টামো জেঠু ইচ্ছা করে তা থুঃ থুঃ করে ফেলে দেন। শ্বশুরমশাইয়ের এহেন আচরণ দেখে চুপ থাকতে পারে না রুচিরা। বারবার করে তাকে চা বানাতে বলা হলে সে মুখের ওপর বলে দেয়, আমি আর পারবো না। তা শুনে কৃষ্ণা বলে, কী সাহস! রুচিরা তখন সাফ বলে, সাহস কিনা আমি জানি না। তবে মুখ বুজে সব কিছু সহ্য করার মেয়ে আমি নই।

Neem Phooler Madhu Ruchira taught a lesson to Chayan father

এবার আগামী পর্বে দেখতে পাবেন, পরিস্থিতি সামাল দিতে বাড়ির সবাইকে চা দেওয়ার পর ধ্যাষ্টামো জেঠুকে চা দেয় রুচিরা। কিন্তু তিনি ফের আগের মতো নাটক শুরু করেন। এদিন আরও এক ধাপ এগিয়ে রুচিরার মা-বাবাকে টেনে কথা বলতে শুরু করে চয়নের বাবা।

আরও পড়ুনঃ অকারণে দীপাকে অপমান, সূর্যর মুখে ঝামা ঘষে দিল অর্জুন! টিভির আগেই দেখুন আজকের পর্ব

অকারণে মা-বাবাকে টেনে এনে অপমানিত করা হচ্ছে দেখে ফের প্রতিবাদ করে রুচিরা। সে কড়া গলায় বলে, ‘আমার মা-বাবাকে টেনে কোনও কথা বলবেন না। আমি এক কথার মানুষ। আপনার যা বলার আছে একবারে বলবেন। মনে এক কথা আর মুখে আর এক এটা কী ধরণের ধ্যাষ্টামো!’। চয়নের বাবার আইকনিক ডায়লগ যেভাবে রুচিরা তাকে ফিরিয়ে দিয়েছে তা দেখে ভীষণ খুশি হয়েছে দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥