• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে শুভশ্রীর দিদি! দেবশ্রী গাঙ্গুলীর হবু স্বামী কে চেনেন? দেখুন আসল পরিচয়

Published on:

Subhashree Ganguly's Elder Sister Debashree Ganguly Getting Married for Third Time

টলিপাড়া জুড়ে এখন বিয়ের মরসুম। শুরুটা হয়েছিল পরম-পিয়ার বিয়ে দিয়ে। শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সৌরভ দাস এবং দর্শনা বণিক। এবার শোনা গেল, সেই তালিকায় জুড়তে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের (Deboshree Ganguly) নাম। জলদিই তৃতীয়বারের জন্য গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।

কয়েকদিন আগেই দ্বিতীয়বারের জন্য মাসি হয়েছেন দেবশ্রী। রাজ-শুভশ্রীর ঘর আলো করে এসেছে ছোট্ট রজকুমারী ইয়ালিনি। এখন তাকে নিয়েই মত্ত চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবার। এবার এই খুশির আবহেই আরও একটি আনন্দের খবর প্রকাশ্যে এল। শোনা গেল, ফের সম্পর্কে জড়িয়েছেন দেবশ্রী। তবে এবার সবটাই হচ্ছে রাখঢাক করে।

Subhashree Ganguly and Deboshree Ganguly

শুভশ্রীর দিদি হিসেবে জনপ্রিয় হলেও দেবশ্রী নিজেও এখন একজন অভিনেত্রী। স্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালে অভিনয় করছেন তিনি। অপরাজিতা আঢ্যর এক বোনের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এছাড়া ঋতাভরী-আবীরের ‘ফাটাফাটি’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল দেবশ্রীকে।৩

আরও পড়ুনঃ অকারণে দীপাকে অপমান, সূর্যর মুখে ঝামা ঘষে দিল অর্জুন! টিভির আগেই দেখুন আজকের পর্ব

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের নিরিখে বলা হলে, অনেক আগে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। দু’বছর আগে ফের ঘরোয়া অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন দেবশ্রী। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। বিয়ের কয়েক মাসের মাথাতেই বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।

Deboshree Ganguly might get married again

একটা সময় দেবশ্রী নিয়ে বলেছিলেন, পুরুষ মানুষ ছাড়াও জীবনে বেঁচে থাকা সম্ভব। তবে এবার নাকি ফের ভালোবাসার মানুষের সঙ্গে নতুন ভাবে জীবন শুরুর পরিকল্পনা করছেন তিনি। সূত্রের খবর, শুভশ্রীর হবু জামাইবাবু নাকি ব্যবসায়ী। তবে এবার নিজের ব্যক্তিগত জীবন পর্দার আড়ালেই রাখতে চান দেবশ্রী। তাই হবু বরের নাম প্রকাশ্যে আনেননি।

আরও পড়ুনঃ বিতর্ককে থোড়াই কেয়ার, হানিমুনে বিদেশে পরম-পিয়া! ছবি ভাইরাল হতেই চর্চা শুরু নেটপাড়ায়

প্রসঙ্গত, দেবশ্রীর এক ছেলে আছে। তিনি এখন বেশ বড় হয়ে গিয়েছেন। বিদেশের কলেজে পড়াশোনা করছেন। মাঝেমধ্যে কলকাতায় আসে। এতদিন ছেলেকে ছাড়া একা একাই দিন কাটাচ্ছিলেন শুভশ্রীর দিদি। তবে এখন শোনা যাচ্ছে, ফের ভালোবাসার মানুষ এসেছে তাঁর জীবনে। শীঘ্রই নাকি বিয়ে করার প্ল্যানিংও রয়েছে তাঁদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥