• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অকারণে দীপাকে অপমান, সূর্যর মুখে ঝামা ঘষে দিল অর্জুন! টিভির আগেই দেখুন আজকের পর্ব

সূর্যর থেকে বারবার আঘাত পেতে পেতে পাথর হয়ে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) দীপার মন। এতদিন সব কিছু মুখ বুজে সহ্য করলেও সূর্য-মিশকাকে এক বিছানায় দেখার পর নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে। গত পর্বেই দেখা গিয়েছে, ডিভোর্স পেপারে সই করে দিয়েছে দীপা। সেই সঙ্গেই অর্জুনের এনে দেওয়া এমবিএ এর জন্য ফর্ম ফিলাপও করে দিয়েছে সে।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, মেয়েদের নিয়ে নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করছে দীপা। যদিও বাবাকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হচ্ছে সোনা-রূপার। আজকের পর্বে দেখতে পাবেন, সোনা-রূপাকে সঙ্গে নিয়ে দীপা, ঊর্মি, জয়, প্রবীর, তিস্তা সবাই ফ্যামিলি ফেস্টে অংশগ্রহণ করতে আসে। যদিও প্রবীরের গান গাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়। কারণ আইসক্রিম খেয়ে তার গলার অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছে।

   

Anurager Chhowa Surjya Deepa Sona and Rupa

এরপর মেয়েদের রেডি করার জন্য দীপা (Deepa) নিয়ে যেতে চাইলে বেঁকে বসে সোনা। সে সূর্যর জন্য অপেক্ষা করতে চায়। যে কারণে মায়ের সঙ্গে রীতিমতো ঝগড়াও করতে দেখা যায় তাকে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় সূর্য। দুই মেয়ের জন্য সোনার নূপুর নিয়ে আসে সে। কারণ বাবার কাছে সোনার নূপুরের আবদার করেছিল সোনা।

আরও পড়ুনঃ বিতর্ককে থোড়াই কেয়ার, হানিমুনে বিদেশে পরম-পিয়া! ছবি ভাইরাল হতেই চর্চা শুরু নেটপাড়ায়

তবে দীপা সোনাকে বোঝায়, সোনা পায়ে পরতে নেই, বরং মাথায় তুলে রাখতে হয়। একথা শুনে সূর্য তাকে জিজ্ঞেস করে, ভালো-খারাপের শিক্ষা দেওয়ার ক্ষমতা তার আছে? এর জন্য টাকা লাগে, আর দীপা অর্থ উপার্জন করে না। স্বামীর মুখ থেকে টাকার খোঁটা শুনে দীপা পাল্টা বলে, আপনি অনেকদূর ভেবে নিলেন। ওরা এবার পরিবার কাকে বলে সেটা শিখবে, দায়িত্ব শিখবে।

Anurager Chhowa Surjya and Arjun

ঠিক তখনই কাকা এবং দাদার ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে সেখানে এসে হাজির হয় অর্জুন (Arjun)। তাকে দেখে হিংসায় জ্বলতে থাকে সূর্য। এরপর সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সেই সময় তার পকেট থেকে টাকার ব্যাগ মাটিতে পরে যায়। সেটা লক্ষ্য করে অর্জুন।

আরও পড়ুনঃ ভালোমানুষির নাটকে মা গলে গেলেও ধরে ফেলল শিমুল! কি করতে চলেছে পরাগ? ফাঁস তুলকালাম পর্ব

টাকার ব্যাগ ফেরত দিতে গেলে অর্জুনের সঙ্গে অপমানজনক ভঙ্গিতে কথা বলা শুরু করে সূর্য। সে বলে, আপনি দয়া করে আমার সঙ্গে কোনও বন্ধুত্বপূর্ণ কথা বলতে আসবেন না। তা শুনে অর্জুন সাফ জানায়, সে শুধু টাকার ব্যাগ ফেরত দিতে এসেছে। সেখানেই না থেমে অর্জুন বলে, আপনার দামি যিনি এদিক ওদিক ফেলে দেওয়ার অভ্যাস আছে মনে হয়? সূর্য তখন পাল্টা জিজ্ঞেস করে, আপনি কি বলতে চাইছেন? উত্তরে সূর্যকে নিজের স্বভাব পাল্টে দেওয়ার উপদেশ দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় অর্জুন।