• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইন্দ্রবাবুকে টাটা, কার সাথে জুটি বাঁধছে ‘মিতুল’? জেনে নিন ‘মিঠি ঝোরা’ নায়কের আসল পরিচয়

Published on:

মিঠিঝোরা কাস্টিং , মিঠিঝোরা সিরিয়ালের কাস্ট , Mithijhora Cast, Mithijhora Serial Casting

যে কোনও বাংলা সিরিয়াল (Bengali Serial) কতদিন চলবে তা নির্ধারণ করে টিআরপি (TRP)। রেটিং ভালো থাকলে বছরের পর বছর ধরে চলতে থাকে সিরিয়াল, আর রেটিং কমে গেলে শুরু হওয়ার কয়েকমাসের মধ্যেই শেষ হয়ে যায় ধারাবাহিক। শীঘ্রই যেমন টিআরপির অভাবে পথচলা শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘খেলনা বাড়ি’র।

তবে দর্শকদের মন খারাপ করার কোনও প্রয়োজন নেই। কারণ এই সিরিয়াল শেষ হতে না হতেই ‘মিঠি ঝোরা’র (Mithi Jhora) হাত ধরে আবারো জি বাংলার (Zee Bangla) পর্দায় হাজির হচ্ছেন ‘মিতুল’ অভিনেত্রী আরাত্রিকা মাইতি। সদ্য প্রকাশ্যে এসেছে এই নতুন ধারাবাহিকের প্রোমো। বোনেদের মধ্যেকার ভালোবাসার কাহিনী ফুটে উঠবে এই মেগায়।

Mithijhora serial

জি বাংলার আসন্ন এই সিরিয়ালে মোট তিনজন নায়িকাকে দেখা যাবে। আরাত্রিকার পাশাপাশি দেবাদৃতা বসু এবং স্বপ্নিলা চক্রবর্তীকে দেখতে দেখতে পাবেন দর্শকরা। তিনজনকে তিন বোনের ভূমিকায় দেখা যাবে। পাশাপাশি ‘মিঠি ঝোরা’র প্রথম প্রোমোয় দেখা মিলেছে ধারাবাহিকের নায়কেরও।

আরও পড়ুনঃ ৫০ লাখ না হলে নো ডিভোর্স! পর্ণার দাবি শুনেই মাথায় হাত সৃজন-বাবুউউর মায়ের, ফাঁস ব্লকবাস্টার পর্ব

Mithi Jhora hero Saptarshi Roy real identity

অনেকেই প্রথমে ভেবেছিলেন আরাত্রিকার সিরিয়ালের হিরো হয়তো নবাগত অভিনেতা। তবে আসলে এমনটা নয়। বাংলা ওয়েব দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন সপ্তর্ষি রায় (Saptarshi Roy)। এছাড়া একাধিক বাংলা সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুনঃ গিনিকে বাঁচানোর শাস্তি, ময়ূরীর কুবুদ্ধিতে রাতে মেঘের সাথে নোংরামি রূপের! ফাঁস তুলকালাম পর্ব

Saptarshi Roy Mithi Jhora serial

বছর দুয়েক আগে আকাশ আটের জনপ্রিয় সিরিয়াল ‘ইকির মিকির’এ নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন সপ্তর্ষি। এছাড়া ছোট থেকেই আকাশ আটের আরও বহু সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। অভিনেতার ঝুলিতে রয়েছে ‘রামপ্রসাদ’, ‘মা সারদা’, ‘সাতকাহন’র মতো ধারাবাহিক।

সিরিয়াল, ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি থিয়েটারের জগতেও বেশ সক্রিয় ‘মিঠি ঝোরা’ নায়ক। ধারাবাহিকের প্রথম প্রোমোয় দর্শকদের নজর কেড়ে নিয়েছেন সুদর্শন সপ্তর্ষি। অনেকে এখন থেকেই বলছেন, পরবর্তী ‘বং ক্রাশ’ হওয়ার সমস্ত উপদান রয়েছে তাঁর মধ্যে। সিরিয়াল শুরুর আগে গুড লুকসের মাধ্যমে দর্শকমন জয় করে নেওয়া সপ্তর্ষি সিরিয়াল শুরুর পর অভিনয়ের মাধ্যমে কী চমক দেখান সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥