• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিলি’র প্রোমোয় দেখেই ক্রাশ খাচ্ছে মেয়েরা! রইল ‘ফড়িং’র হ্যান্ডসাম নায়কের নাম সহ আসল পরিচয়

Published on:

ee Bangla Bengali serial Mili actor Anubhav Kanjilal real identity

Zee Bangla Mili Hero Real Identity : জি বাংলার (Zee Bangla) পর্দায় শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘মিলি’ (Mili)। দীর্ঘদিন পর্দা থেকে দূরে থাকার পর এই সিরিয়ালের হাত ধরে কামব্যাক করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী খেয়ালি মণ্ডল (Kheyali Mondal)। এর আগে স্টার জলসার ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে তাঁকে দেখেছিলেন দর্শকরা। তবে ‘মিলি’তে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে অভিনেত্রীকে। নতুন গল্প, নতুন নায়কের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন ‘ফড়িং’ (Phoring)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ধারাবাহিকের প্রথম প্রোমো।

আসন্ন এই সিরিয়ালের প্রোমোয় দেখা গিয়েছে, মিলি (খেয়ালী) এবং রাহুলের (ধ্রুবজ্যোতি) বিয়ে হতে চলেছে। কিন্তু শুভদৃষ্টি হওয়ার আগেই সেখানে বন্দুক হাতে উপস্থিত হয় সূর্য (অনুভব)। বিয়ের মণ্ডপ থেকেই কনেকে তুলে নিয়ে যায় সে। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে ‘মিলি’র ভিন্ন স্বাদের প্রোমো বেশ ভালোলেগেছে দর্শকদের। সেই সঙ্গেই নজর কেড়েছেন ধারাবাহিকের সুদর্শন নায়ক (Mili Serial Actor)

Mili, Mili serial promo

বড় চুল, গাল ভর্তি দাঁড়ি আর আকর্ষণীয় ব্যক্তিত্ব- প্রথম প্রোমোতেই দর্শকদের মনে ধরেছে ‘মিলি’ নায়ককে। অনেক মেয়ে তো আবার এখন থেকেই তাঁকে দেখে ক্রাশ খেয়ে বসে আছেন। কেউ কেউ তো এও বলে দিয়েছেন, সূর্যর মধ্যে নতুন ‘বং ক্রাশ’ হওয়ার সমস্ত রকমের গুণ আছে। পাশাপাশি অভিনেতার আসল নাম-পরিচয় (Real Identity) জানার জন্যেও অনেক উতলা হয়ে গিয়েছেন। আজকের প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হল।

আরও পড়ুনঃ খলচরিত্রেই দর্শকদের কাছে প্রিয়! গুড্ডির পর আবারও ধামাকাদার কামব্যাকের ‘সুখবর’ দিলেন মধুরিমা

Mili, Mili serial promo

পর্দার ‘ফড়িং’র নতুন নায়কের নাম হল অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal)। ছোটপর্দার দর্শকদের কাছে তিনি খুব একটা পরিচিত না হলেও, টলিউড ইন্ডাস্ট্রির নামকরা তারকা অনুভব। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন ‘মিলি’ নায়ক। স্ক্রিন শেয়ার করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায়, লাবণী সরকারের মতো শিল্পীদের সঙ্গে।

আরও পড়ুনঃ বিয়ের মন্ডপেই কিডন্যাপ বৌ! নতুন লুকে কামব্যাক ফড়িংয়ের, প্রকাশ্যে ‘মিলি’র ধামাকাদার প্রোমো

Mili serial actor, Anubhav Kanjilal

২৬ বছর বয়সী অনুভব এর আগে ‘অব্যক্ত’, ‘সহবাসে’, ‘গুলদস্তা’র মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন হইচইয়ের ‘সম্পূর্ণা’ সিরিজে অভিনয় করে। সোহিনী সরকার, রাজনন্দিনী পাল অভিনীত এই সিরিজে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল অনুভবকে। সেখানে প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। এবার সেই অভিনেতাই খেয়ালীর সঙ্গে জুটি বেঁধে ছোটপর্দায় পা রাখছেন। এবার দেখা যাক, নিজের অভিনয়ের মাধ্যমে সিরিয়ালপ্রেমী দর্শকদের মন অনুভব জিততে পারেন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥