• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খলচরিত্রেই দর্শকদের কাছে প্রিয়! গুড্ডির পর আবারও ধামাকাদার কামব্যাকের ‘সুখবর’ দিলেন মধুরিমা

Published on:

Guddi serial Shirin actress Madhurima Basak coming back as Nishigandha in a new project

Madhurima Basak New Project : স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘গুড্ডি’ (Guddi)। গুড্ডি, অনুজ এবং শিরিনের (Shirin) ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে শুরু হয়েছিল সিরিয়াল। দীর্ঘদিন চলেছিল এই তিনজনের গল্প। এখন অবশ্য ধারাবাহিকের ট্র্যাক বদলেছে। মৃত্যু হয়েছে অনুজের। সেই সঙ্গেই দেখা নেই তার স্ত্রী শিরিনের। তবে এবার একেবারে নতুন লুকে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন ‘গুড্ডি’র শিরিন অভিনেত্রী মধুরিমা বসাক (Madhurima Basak)

বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় এক তারকা হলেন মধুরিমা। একাধিক হিট বাংলা ধারাবাহিকে (Serial) অভিনয় করেছেন তিনি। তবে ‘গুড্ডি’তে শিরিনের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন মধুরিমা। বাংলার অধিকাংশ সিরিয়ালপ্রেমী দর্শকের কাছে তাঁর পরিচিতি ‘শিরিন’ নামেই। যদিও এখন ধারাবাহিকে তাকে আর দেখা যায় না।

Guddi serial Shirin, Madhurima Basak

বহুদিন হয়ে গিয়েছে ‘গুড্ডি’ ধারাবাহিকটি ছেড়ে দিয়েছেন মধুরিমা। আপাতত কিছু সময়ের জন্য ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। কিন্তু তাই বলে অভিনয় থেকে কিন্তু দূরে নেই তিনি। এই সময়টায় বড়পর্দা এবং ওটিটি (OTT) প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করবেন মধুরিমা। সম্প্রতি যেমন প্রকাশ্যে এসেছে তাঁর নতুন প্রোজেক্টের ফার্স্ট লুক।

আরও পড়ুনঃ শ্বাশুড়ির অত্যাচার, বাপের বাড়ির অপমান, ‘মেয়ে হয়ে জন্মানোর থেকে মরে যাওয়া ভালো’ বক্তব্য শিমুলের

Guddi serial Shirin, Madhuri Basak, Lady Queen Gents Parlour

পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়ের আসন্ন ওয়েব সিরিজ (Web Series) ‘লেডি কুইন জেন্টস পার্লার’এ (Lady Queen Gents Parlour) অভিনয় করেছেন ‘গুড্ডি’ সিরিয়ালের শিরিন। এই সিরিজে মধুরিমা অভিনীত চরিত্রটির নাম হল ‘নিশিগন্ধা’ (Nishigandha)। ইতিমধ্যেই সেই সিরিজের প্রথম ঝলকও প্রকাশ্যে এসে গিয়েছে। সেখানে একেবারে ভিন্ন লুকে দেখা মিলেছে মধুরিমার। দর্শকদের বেশ পছন্দ হয়েছে অভিনেত্রীর নতুন লুক।

আরও পড়ুনঃ বিয়ের মন্ডপেই কিডন্যাপ বৌ! নতুন লুকে কামব্যাক ফড়িংয়ের, প্রকাশ্যে ‘মিলি’র ধামাকাদার প্রোমো

 

View this post on Instagram

 

A post shared by Addatimes (@addatimes_)


আড্ডা টাইমসের তরফ থেকে ‘লেডি কুইন জেন্টস পার্লার’র ফার্স্ট লুকের যে ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে একটি পার্লারের ভেতরের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এরপরেই দেখা যায়, সেই পার্লারের আয়নার সামনে খোলা চুলে দাঁড়িয়ে রয়েছেন মধুরিমা। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘চুলের ভুল? চিন্তা করবেন না। আসছে নিশিগন্ধা’। আগামী সেপ্টেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে মধুরিমার এই নতুন সিরিজ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥