• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের মন্ডপেই কিডন্যাপ বৌ! নতুন লুকে কামব্যাক ফড়িংয়ের, প্রকাশ্যে ‘মিলি’র ধামাকাদার প্রোমো

Updated on:

Kheyali Mondal Anubhav Kanjilal starrer Zee Bangla Bengali serial Mili promo is out now

Zee Bangla New Serial Mili Promo : বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিকে (Bengali Serial) নায়িকা হিসেবে দেখা যাবে ‘আলতা ফড়িং’ খ্যাত খেয়ালী মণ্ডলকে (Kheyali Mondal)। নায়ক হিসেবে উঠে এসেছিল ‘সম্পূর্ণা’ ওয়েব সিরিজ খ্যাত অনুভব কাঞ্জিলালের (Anubhav Kanjilal) নাম। এরপর থেকেই নতুন ধারাবাহিকের প্রথম ঝলক দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে প্রকাশ্যে চলে এল সেই প্রোমো (Promo)। ধারাবাহিকের নাম রাখা হয়েছে ‘মিলি’ (Mili)

রবিবার জি বাংলার তরফ থেকে খেয়ালী-অনুভবের নতুন ধারাবাহিকের প্রোমো (Mili Serial Promo) শেয়ার করা হয়। ‘আলতা ফড়িং’য়ের থেকে একেবারে ভিন্ন লুকে সেখানে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি দেখা মিলেছে, ‘পিলু’, ‘মিঠাই’ খ্যাত জনপ্রিয় টেলি অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারেরও (Dhrubajyoti Sarkar)। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে একেবারে ভিন্ন স্বাদের ধারাবাহিক নিয়ে আসছেন খেয়ালীরা।

Mili, Mili serial promo

‘মিলি’র প্রথম প্রোমোয় দেখা গিয়েছে, মিলি (খেয়ালী) এবং রাহুলের (ধ্রুবজ্যোতি) বিয়ে হতে চলেছে। কিন্তু হবু স্ত্রীয়ের থেকে তার হিরের নেকলেস নিয়ে বেশি চিন্তা রাহুলের। এরপর দেখা যায়, শুভদৃষ্টি হতে চলেছে মিলি এবং রাহুলের। পান পাতা সরিয়ে হবু স্বামীর মুখ দেখতে যাবে মিলি, ঠিক সেই সময় বন্দুক হাতে সেখানে এসে উপস্থিত হয় সূর্য (অনুভব)।

আরও পড়ুনঃ রাজ্য সামলানোর পাশাপাশি সিরিয়ালেরও ভক্ত! এই ৫টি বাংলা ধারাবাহিক রোজ দেখেন মুখ্যমন্ত্রী

Mili, Mili serial promo

পরিস্থিতি খারাপ হতেই মিলিকে সেখানে ফেলে মণ্ডপ ছেড়ে বেরিয়ে চলে যায় রাহুল। মিলি তার নাম নিয়ে ডাকলেও সে দাঁড়ায় না। এরপর মিলি মুখের সামনে থেকে পান পাতা সরালে সূর্যকে দেখতে পায়। কোনও কথা না বলে তখন সূর্য মিলির দিকে বন্দুক তাক করে। তা দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় মিলি। এরপর তাকে গাড়ি করে নিয়ে যায় সূর্য।

আরও পড়ুনঃ পেটের জ্বালা বড় দায়! গান ছেড়ে খুলেছেন খাবারের স্টল, ‘সারেগামাপা’ গায়কের কাহিনী চোখে জল আনার মত

পরের দিন সকালে মিলির জ্ঞান আসার আগেই তার জন্য খাবারের ব্যবস্থা করে সূর্য। কিন্তু তা দেখে মিলি বলে, জীবনে প্রথমবার সে ভালোবাসা পেয়েছিল, আর তখনই সূর্য তার এত বড় সর্বনাশ করে দিলো। সেকথা শুনে সূর্য বলে, আপনি একদিন বুঝতে পারবেন আপনাকে কত বড় সর্বনাশের হাত থেকে বাঁচালাম আমি। ঝগড়া দিয়ে শুরু হওয়া মিলি-সূর্যর সম্পর্ক এরপর কোন দিকে বাঁক নেবে সেটা দেখার জন্য ধারাবাহিক শুরুর অপেক্ষা করতে হবে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥