• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লক্ষী পুজোর পরেই লালবাতি, এবার সত্যিই শেষ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল, নিজেই জানালেন নায়িকা

Published on:

Zee Bangla Bengali serial Khelna Bari to go off air soon

যা শুরু হয়েছে তা শেষ হবেই। কালের নিয়ম মেনে এবার পথচলা শেষ হচ্ছে জি বাংলার (Zee Bangla) এক জনপ্রিয় ধারাবাহিকের। এমনিতেই গত কয়েক মাসে বন্ধ হয়েছে স্টার জলসা, জি বাংলার একাধিক মেগা (Bengali Serial)। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে আরও একটি নাম। একটা সময় টিআরপি তালিকায় রাজত্ব করা এক ধারাবাহিকের নাম এবার উঠতে চলেছে বন্ধের তালিকায়।

বাংলা হোক বা হিন্দি, যে কোনও সিরিয়াল কতদিন চলবে তা নির্ধারণ করে টিআরপি (TRP)। রেটিং ভালো থাকলে বছরের পর বছর ধরে ধারাবাহিক চলতে থাকে। তবে টিআরপি কমলেই বেজে যায় বিদায়ঘণ্টা। ঠিক যেমনটা হতে চলেছে জি বাংলার এক ধারাবাহিকের সঙ্গে। সম্প্রতি সেই সিরিয়ালের নায়িকা নিজে জানিয়েছেন এই খবর।

Khelna Bari, Khelna Bari to go off air soon

গত কয়েকমাস ধরেই সোশ্যাল মিডিয়ায় ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) শেষের গুঞ্জন শোনা যাচ্ছে। বিশ্বজিৎ ঘোষ, আরাত্রিকা মাইতি অভিনীত এই মেগা একটা সময় টিআরপি তালিকায় রাজত্ব করতো। তবে এখন সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে। সেই জন্যই এবার ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ এবং নির্মাতারা।

আরও পড়ুনঃ ‘নারী মানেই অবলা’ মোটেই নয়! সমাজের ধারণা বদলে দিয়েছে ধারাবাহিকের এই ৫ নায়িকারা

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই হয়ে যাবে ‘খেলনা বাড়ি’র অন্তিম পর্বের শ্যুটিং। ২০২২ সালের মে মাসে শুরু হয়েছিল ইন্দ্র-মিতুলের সফর। প্রথমে সন্ধ্যা ৬:৩০টার স্লটে সম্প্রচারিত হতো এই সিরিয়াল। মাঝে একাধিকবার স্লট বদল হয়ে এখন রাত ৯:৩০টায় দেখানো হয় এই মেগা।

আরও পড়ুনঃ ‘বাবার দাদাগিরিতে আমি দিদি নং ১’, মঞ্চে সৌরভের সামনেই চোখে জল ‘রাঙা বউ’ শ্রুতির, রইল ভিডিও

Aratrika Maity on Khelna Bari ending

সম্প্রতি ‘খেলনা বাড়ি’র মিতুল তথা অভিনেত্রী আরাত্রিকা মাইতি নিজে ধারাবাহিক শেষ হওয়া সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, ‘খেলনা বাড়ি’ টিমের মেয়েরা সিঁদুর খেলছেন। এই পোস্টের সঙ্গেই লেখা, ‘বিদায়বেলা ঘনিয়ে এলো… আর তো কিছু দিন। সবাই দেখতে থাকো খেলনা বাড়ি। রাত ৯:৩০টায় জি বাংলায়’।

ইন্দ্র-মিতুলের ধারাবাহিক শেষের খবর প্রকাশ্যে আসার সঙ্গেই জি বাংলার পর্দায় একাধিক নতুন মেগা শুরু হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। কেউ বলছেন, দেবাদৃতা বসুর সিরিয়াল আসছে। কারোর আবার দাবি, কামব্যাক করছেন দিতিপ্রিয়া রায়। অনেকে আবার ইন্দ্রাণী পালের ধারাবাহিক আসার কথাও বলছেন। কোন খবর সত্যি? এখন সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥