• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘নারী মানেই অবলা’ নয়! সমাজের ধারণা বদলে দিয়েছে ধারাবাহিকের এই ৫ নায়িকারা

সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গিয়েছে, কিন্তু কিছু মানুষ আজও নারীদের অবলা ভাবেন। ‘নারী মানেই অবলা’ এই বাক্য হয়তো অনেকের কাছেই বেশ পরিচিত। তবে, এই সমস্ত ধারণা প্রায় প্রতিদিনই ভুল প্রমাণিত করছেন একাধিক নারী তথা মহিলারা। বিশেষ করে টেলিভিশনের পর্দায় দর্শকদের জন্য যে সমস্ত সিরিয়াল (Bengali Serial) সম্প্রচারিত হয় সেখানে মূলত নারীকেন্দ্রিক কাহিনীই বেশি। আজ আপনাদের সাথে সমাজের ‘নারী মানেই অবলা’ এই ধারণা ভেঙে দেওয়া ৫ নায়িকাদের সম্পর্কে জানাবো।

কার কাছে কই মনের কথা সিরিয়ালের শিমুল : জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগার মধ্যে অন্যতম এই ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। যেখানে শিমুলের চরিত্রে অভিনয় করছেন মানালি দে। বাড়ির লোকের কথায় পরাগের সাথে বিয়ে করে প্রতিদিন শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার সে। কিন্তু এতে চুপ করে বসে না থেকে প্রতিবাদ করেছে, এমনকি শ্বাশুড়িকেও ধীরে ধীরে গোঁড়ামি ভেঙে বেরিয়ে আসতে সাহায্য করছে সে।

   

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag

নিম ফুলের মধু সিরিয়ালের পর্ণা : জি বাংলারই আরেক ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। যেখানে দজ্জাল শ্বাশুড়ির জ্বালায় একপ্রকার অতিষ্ট সৃজন-পর্ণার ভালোবাসার সংসার। তবে সব কিছু মুখ বুজে সহ্য করতে মোটেই রাজি  নয় পর্ণা। তার কাটলেই গোটা বাড়িকে বুঝিয়ে দেয় মেয়ে হলেও পর্ণা কোনো অংশেই কম নয়।

আরও পড়ুনঃ এক হবে মেঘ-নীল! গিনি সত্যি জানাতেই ময়ূরীকে চড় মীনাক্ষীর, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Neem Phooler Madhu Parna, Pallavi Sharma

আরও পড়ুনঃ ‘বাবার দাদাগিরিতে আমি দিদি নং ১’, মঞ্চে সৌরভের সামনেই চোখে জল ‘রাঙা বউ’ শ্রুতির, রইল ভিডিও

Love বিয়ে আজকাল এর শ্রাবণ : অপেক্ষাকৃত নতুন হলেও অল্পদিনেই দর্শকদের মন জয় করেছে শ্রাবনের কাহিনী। পরিস্থিতির চাপে পড়ে গল্পের নায়ক ওমকারের সাথে চুক্তি মেনে বিয়ে করেছে শ্রাবণ। তবে সব কিছু মুখ বুঝে সহ্য নয় বরং প্রতিবাদ করে নিজের অধিকার ছিনিয়ে নিতে সে ঠিকই জানে।

Love Biye Aaj Kal, Love Biye Aaj Kal Srabon, Moumita Sarkar

মোহর ধারাবাহিকের মোহর : ষ্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়ালের মধ্যে অন্যতম একটি ‘মোহর’ (Mohor)। গল্পের শঙ্খ-মোহর জুটি আজ আলোচিত হয় সোশ্যাল মিডিয়াতে। ধারাবাহিকে মোহর চরিত্রে অভিনয় করেছিলেন সোনামনি সাহা। প্রতিবাদী নারীর চরিত্রেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

জি বাংলা,সুবর্ণলতা,মোহর,নিম ফুলের মধু,কার কাছে কই মনের কথা,Love বিয়ে আজকাল,Zee Bangla,Subarnalata,Neem Phooler Madhu,Kar Kache Koi Moner Kotha,Bengali Serial

সুবর্ণলতা সিরিয়ালের সুবর্ণলতা : জি বাংলার অল টাইম হিট সিরিয়ালের তালিকা তৈরী হলে তার মধ্যে অবশ্যই থাকবে ‘সুবর্ণলতা’ (Subarnalata)। অতীতের গ্রামবাংলার বাস্তব কাহিনীকে তুলে ধরা হয়েছিল ধারাবাহিকে।

Subarnalata serial

যেখানে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অধিকার ছিনিয়ে নিয়েছিল সুবর্ণলতা। গল্পে নায়িকা হিসাবে দেখা গিয়েছিল অনন্যা চ্যাটার্জিকে।