• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাবার দাদাগিরিতে আমি দিদি নং ১’, মঞ্চে সৌরভের সামনেই চোখে জল ‘রাঙা বউ’ শ্রুতির, রইল ভিডিও

Published on:

Zee Bangla Ranga Bou actress Shruti Das Cried on Dadagiri while sharing her Journey

বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রুতি দাস (Shruti Das)। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) ‘রাঙা বউ’ (Ranga Bou) ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিক জনপ্রিয় সিরিয়ালে তাঁকে নায়িকার চরিত্রে দেখেছেন দর্শকরা। সম্প্রতি সেই শ্রুতিই সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত ‘দাদাগিরি’র (Dadagiri) মঞ্চে দাঁড়িয়ে কেঁদে ফেললেন।

সদ্য পথচলা শুরু হয়েছে ‘দাদাগিরি’র নতুন সিজনের। সম্প্রতি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) এর শোয়ে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ‘রাঙা বউ’র কুশ-পাখি থুড়ি গৌরব-শ্রুতিরা। সেখানেই অভিনেত্রী হিসেবে নিজের সফরের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন শ্রুতি। কাটোয়ার এক ছোট্ট ঘর থেকে যাত্রা শুরু তাঁর। আজ কাঁপাচ্ছেন বাংলা টেলিভিশনের পর্দা। এই সফর কতখানি কঠিন ছিল সেই গল্পই শোনা যায় অভিনেত্রীর মুখে।

Shruti Das crying in Dadagiri stage

শ্রুতির সঙ্গে এদিন ‘দাদাগিরি’র মঞ্চে উপস্থিত ছিল তাঁর পরিবার। সৌরভের শোয়ে একটি ভিডিও দেখে অভিনেত্রীর বাবা বলেন, ‘কখনও ভাবিনি এই মঞ্চে আসবো’। একথা শুনেই চোখে জল চলে আসে ‘রাঙা বউ’ নায়িকার। কথা বলতে গিয়ে গলা ধরে আসে তাঁর।

আরও পড়ুনঃ এক হবে মেঘ-নীল! গিনি সত্যি জানাতেই ময়ূরীকে চড় মীনাক্ষীর, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

কান্না ভেজা গলাতেই শ্রুতি বলেন, ‘আজ বাবার দাদাগিরির জন্য আমি দিদি নম্বর ১’। অভিনেত্রী হিসেবে শ্রুতির লড়াইয়ে সর্বক্ষণ পাশে ছিলেন তাঁর বাবা। মেয়ের সংগ্রামে বাবার ভাগীদার হওয়ার কাহিনী শুনে মুগ্ধ হয়ে যান সৌরভও। প্রশংসাস্বরূপ দাদা বলেন, ‘লাভলি’।

আরও পড়ুনঃ সূর্য-দীপাকে বাঁচাতে মিশকার সন্তানের বাবা হবে কবীর! ‘অনুরাগের ছোঁয়া’র ট্র্যাক নিয়ে তোলপাড় নেটপাড়া

Shruti Das in Dadagiri

প্রসঙ্গত, আজ কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ ভালো জায়গায় রয়েছেন শ্রুতি। চলতি বছর প্রেমিক তথা পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। ‘ত্রিনয়নী’র সেট থেকে যে প্রেম কাহিনীর সূত্রপাত হয়েছিল তা পূর্ণতা পায় কয়েকমাস আগে।

বিয়ে প্রসঙ্গে শ্রুতি বলেছিলেন, সিঁদুরদান নিয়ে অনেক স্বপ্ন ছিল তাঁর। তার মধ্যে একটা হল সিঁদুরদানের সময় তাঁর নাকে এসে সিঁদুর পড়বে। ‘রাঙা বউ’ নায়িকার ‘নাক রাঙানো’র সেই স্বপ্ন অবশ্য পূরণ হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতেই দেখা গিয়েছিল সেই দৃশ্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥