• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এত লোভ! পরাগকে ব্ল্যাকমেল করতেই শিমুলকে ভুল বুঝলো মধুবালা সহ প্রতিবেশীরা, ফাঁস মহাধমকা পর্ব

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। শুরু থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে এই সিরিয়াল। মা-ছেলের ফুলশয্যা, বৈবাহিক ধর্ষণের মতো বিষয় দেখিয়ে দর্শকদের একাংশের রোষের মুখেও পড়েছিল এই মেগা (Bengali Serial)। যদিও এখন আস্তে আস্তে দর্শকমনে স্থান করে নিয়েছে শিমুল-পুতুলরা।

দু’সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়েছে ‘কার কাছে কই মনের কথা’। এবার সেই আসন ধরে রাখতে নতুন চমক আসলেন নির্মাতারা। কয়েকদিন আগেই দেখানো হয়েছে, শিমুলকে (Shimul) বিষ খাইয়ে খুন করার চেষ্টা করেছিল পরাগ, পলাশ, প্রতীক্ষা। যদিও তাদের সেই আশা সফল হয়নি। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে শিমুল।

   

Kar Kache Koi Moner Kotha Shimul 2

আর ফেরার পর থেকেই শিমুলের চরিত্রে একটা বদল দেখা যাচ্ছে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, পরাগ-পলাশকে পুলিশ গ্রেফতার করতে এসেছে। তবে শিমুল বলে, পরাগ-পলাশ নির্দোষ। সে নিজেই বিষ খেয়েছিল। বৌমার মুখে একথা শুনে হতবাক হয়ে যায় মধুবালা।

আরও পড়ুনঃ ইন্দ্রবাবুকে টাটা, কার সাথে জুটি বাঁধছে ‘মিতুল’? জেনে নিন ‘মিঠি ঝোরা’ নায়কের আসল পরিচয়

এরপর অবশ্য শিমুলের এই সিদ্ধান্তের নেপথ্যের আসল কারণ জানা যায়। জেলযাত্রা আটকানোর বিনিময়ে পরাগের থেকে পাঁচ লাখ টাকা দাবি করে শিমুল। শুধু তাই নয়, বেতনের অর্ধেকটাও চায় সে। একথা শুনে হতবাক হয়ে যায় পরাগ। বৌমা টাকা চেয়েছে শুনে পরের দিন সকালে খানিকটা রেগে যায় মধুবালা। এবার শিমুলের ওপর কিছুটা রুষ্ট হবে তার বান্ধবীরাও।

আরও পড়ুনঃ আর গেল না লোকানো, নেটপাড়ায় জিতুর সাথে সম্পর্কের কথা স্বীকার করলেন শ্রাবন্তী!

Kar Kache Koi Moner Kotha Shimul

ধারাবাহিকের আজকের পর্বে দেখা গিয়েছে, শিমুলকে বিপাশা (Bipasha) বলছে, তোমরা হয়তো ভাবছো তোমরা সবাই মিলে আমায় বললে আমার সিদ্ধান্ত বদলে যাবে। কিন্তু যে যা বলুক না কেন আমি আমার সিদ্ধান্ত বদলাবো না।

বান্ধবীর মুখে একথা শুনে বিপাশা বলে, আমি ভাবতেই পারছি না শিমুল। তুই এমন করতে পারিস। তুই এভাবে কারোর থেকে টাকা চাইতে পারিস! তাহলে কি পরাগের থেকে টাকা চাওয়াই শিমুলের সবচেয়ে বড় ভুল হবে? এই একটি সিদ্ধান্তের জন্যই ভেঙে যাবে তার সব সম্পর্ক? উত্তর মিলবে আগামী পর্বগুলিতে।