• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর গেল না লোকানো, নেটপাড়ায় জিতুর সাথে সম্পর্কের কথা স্বীকার করলেন শ্রাবন্তী!

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলতেই থাকে। তিন বিয়ে এবং তিন ডিভোর্স নিয়ে কম খোঁটা শুনতে হয় না অভিনেত্রীকে। মাঝেমধ্যে আবার তাঁর বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগও ওঠে। কয়েক মাস আগেই যেমন জিতু কমল (Jeetu Kamal) এবং নবনীতা দাসের ডিভোর্সের জন্য শ্রাবন্তীকে দায়ী করেছিলেন অনেকে।

আগামীতে দু’টি ছবিতে নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে জিতু-শ্রাবন্তীকে। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে বন্ধুত্ব হয় দু’জনের। শোনা যায়, এরপর সেই বন্ধুত্বই নাকি প্রেমের আকার নেয়। জিতু-নবনীতার সম্পর্কে ‘তৃতীয় ব্যক্তি’ হওয়ার অভিযোগও উঠেছিল শ্রাবন্তীর বিরুদ্ধে। যদিও সেই সময় নবনীতা নিজেই বলেছিলেন, এই খবরে কোনও সত্যতা নেই।

   

Bengali serial actress Nabanita Das talks about her relation with husband Jeetu Kamal

তবে এতদিন পর্যন্ত জিতু এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। অবশেষে এতদিন পর জানা গেল দু’জনের মধ্যেকার সম্পর্কের নাম আসলে কী। সৌজন্যে শ্রাবন্তীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। সম্প্রতি অভিনেত্রীর একটি পোস্টে জিতু এমন একটি কমেন্ট করেন যা থেকে পরিষ্কার হয়ে যায় তাঁদের সম্পর্কের কথা।

আরও পড়ুনঃ ৫০ লাখ না হলে নো ডিভোর্স! পর্ণার দাবি শুনেই মাথায় হাত সৃজন-বাবুউউর মায়ের, ফাঁস ব্লকবাস্টার পর্ব

দিন কয়েক আগে ভাইফোঁটা আবহে সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন শ্রাবন্তী। সেখানে দেখা যাচ্ছে, নিজের ভাইদের কপালে  ফোঁটা দিচ্ছেন অভিনেত্রী। সেখানে জিতু কমেন্ট করেন, ‘যাঃ মিস করে গেলাম!’। পাল্টা জবাব দেন শ্রাবন্তীও। অভিনেত্রী কমেন্ট করেন, ‘পরের বার’।

আরও পড়ুনঃ ইন্দ্রবাবুকে টাটা, কার সাথে জুটি বাঁধছে ‘মিতুল’? জেনে নিন ‘মিঠি ঝোরা’ নায়কের আসল পরিচয়

Srabanti Chatterjee and Jeetu Kamal

অর্থাৎ শ্রাবন্তী এবং জিতুর মধ্যে যতই প্রেমের গুঞ্জন শোনা যাক না কেন, তাঁদের মধ্যে আসলে ভাই-বোনের সম্পর্ক ছাড়া আর কিছুই নেই। সোশ্যাল মিডিয়ার কমেন্ট দেখেই সেকথা পরিষ্কার। সবার সামনেই আগামী বছর ভাইফোঁটায় অভিনেতাকে আমন্ত্রণ জানিয়ে রাখলেন টলিপাড়ার ‘দেবী চৌধুরানী’। পাশাপাশি নবনীতার সঙ্গে তাঁর বিচ্ছেদের পিছনেও যে শ্রাবন্তীর কোনও ভূমিকা নেই সেটাও পরিষ্কার করে দেন অভিনেতা।

প্রসঙ্গত, জিতু এবং শ্রাবন্তী দু’জনেই এখন নিজেদের আগামী প্রোজেক্ট নিয়ে ব্যস্ত। আসন্ন ভবিষ্যতে দু’টি ছবিতে জুটি বেঁধে দেখা যাবে তাঁদের। ‘বাবু সোনা’ এবং ‘আমি আমার মতো’তে দেখা যাবে এই দুই টলি তারকাকে।