• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মন্দিরে গিয়ে বিয়ে করবে শিমুল-শতদ্রু, মাথায় বাজ মধুবালার! টিভির আগেই ফাঁস তোলপাড় করা টুইস্ট

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul will marry Shatadru, জি বাংলা বাংলা সিরিয়াল কার কাছে কই মনের কথা শিমু্ল শতদ্রু মধুবালা

বিয়ের পর থেকে অত্যাচার সহ্য করে আসছে ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) শিমুল। মারধর থেকে শুরু করে খুনের চেষ্টা- পরাগ বাদ দেয়নি কিছুই। তবে এবার সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে তার। চুরির মিথ্যে অপবাদে শতদ্রুকে (Shatadru) জেলে পাঠাতেই পরাগকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, ভালোমানুষির নাটক করে শিমুলকে চরম বিপদে ফেলেছে পরাগ, পলাশ, প্রতীক্ষারা। গয়না চুরির অপবাদে শতদ্রুকে জেলে পাঠানোর পাশাপাশি মধুবালার চোখে শিমুলকে খারাপ করে দিয়েছে তারা। শিমুলের শাশুড়ি ছেলেদের এই চক্রান্তে ফেঁসে গেলেও পুতুল কিন্তু সবটা ধরে ফেলেছে।

Kar Kache Koi Moner Kotha Pratiksha forced Shimul to keep her jewellery

সেই কারণে পরাগ, পলাশ, প্রতীক্ষা এবং প্রিয়াঙ্কাকে প্রচণ্ড মুখ করে সে। শুধু তাই নয়, পরাগ (Parag) পুতুলকে দিদি বলে ডাকলে সে বলে দেয় তাকে দিদি বলে সম্বোধন না করতে। একটা নির্দোষ মেয়েকে এভাবে অপমান করে বাড়ি থেকে তাড়ানোর ফল একদিন পরাগকে পেতেই হবে বলে দেয় সে।

আরও পড়ুনঃ কৃষ্ণা-ইশার মুখে ঝামা ঘষে পর্ণকেই সিঁদুর পড়াবে বাবুউউ! টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

এরপর শিমুল (Shimul) বাড়ি ফিরে এলে সবাই মিলে তাকে ঘিরে ধরে। মধুবালা (Madhubala) পর্যন্ত যা নয় তাই করে অপমান করতে থাকে বৌমাকে। তবে এবার আর চুপ করে থাকেনি শিমুল। প্রত্যেকটা কথার দৃঢ়ভাবে উত্তর দেয় সে।

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul tries to help Shatadru

ধারাবাহিকের আসন্ন পর্বগুলিতে দেখা যাবে, আসল সত্যিটা সবার সামনে প্রমাণ করে দিয়েছে শিমুল। এখন আর সংসারের প্রতি কোনও পিছুটান নেই তার। এরপর সে পরাগকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন বেঁকে বসে মধুবালা। সে বলে, এভাবে মাঝপথে যেন তাকে ছেড়ে শিমুল চলে না যায়।

আরও পড়ুনঃ দীপার সর্বনাশের চেষ্টা, মায়ের হয়ে বদলা নেবে সোনা! টিভির আগেই ফাঁস চোখ ধাঁধানো পর্ব

তবে মধুবালা না বুঝলেও পুতুল শিমুলের কষ্টটা বুঝতে পারে। তাই সে তাকে চলে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এরপর পরাগের বাড়ি থেকে বেরিয়ে শিমুলকে নিয়ে সোজা মন্দিরে চলে যায় শতদ্রু। আর সেখানেই শিমুলকে সিঁদুর পরিয়ে বিয়ে করে নেয় সে। অনুমান করা হচ্ছে, এমনই কিছু দেখানো হবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। যদি সত্যিই এমনটা হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥