• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপার সর্বনাশের চেষ্টা, মায়ের হয়ে বদলা নেবে সোনা! টিভির আগেই ফাঁস চোখ ধাঁধানো পর্ব

Published on:

অনুরাগের ছোঁয়া সূর্য-দীপা সোনা Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa is in trouble because of Surjo

নায়ক থেকে আস্তে আস্তে খলনায়ক হয়ে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) সূর্য। নিজে হাজার ভুল করলেও দীপাকে পদে পদে অপমান করে সে। দীপার মুখে এক চিলতে হাসি দেখলে যেন জ্বলে পুড়ে যায় সূর্য। সেই জন্য সোনা-রূপাকে নিজের কাছে নিয়ে আসার জন্য এখন একেবারে উঠেপড়ে লেগেছে সে।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে সূর্যর যাবতীয় টাকা ফেরত দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে দীপা। যে কারণে একটি নাচের প্রতিযোগিতায় নাম দিয়েছে সে। এই প্রতিযোগিতা জিতলে ৩ লাখ টাকা পাবে। আর এই টাকা পেলে আইনি পথে সোনা-রূপাকে পাওয়ার লড়াই করতে পারবে দীপা (Deepa)

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya tries to ruin Deepa’s dance performance

তবে সূর্য এটা কিছুতেই হতে দেবে না। সেই কারণে সে মনে মনে ঠিক করে, দীপাকে যেভাবেই হোক হারাতে হবে। নিজের এই প্ল্যান বাস্তবায়িত করতে দীপার চরম ক্ষতি করে সে। অনুষ্ঠানের একদিন আগে দীপার কাছে জন্মদিনের গেট সাজানোর একটা অর্ডার এসেছিল। সেই ভদ্রলোক দীপাকে ১ লাখ টাকা অফার করেন।

আরও পড়ুনঃ ঝিলিক থেকে পটল, ছোটবেলায় হিট হলেও এখন আর পর্দায় দেখা যায় না এই ৫ শিশুশিল্পীদের

তবে প্রতিযোগিতা এবং জন্মদিনের অনুষ্ঠান একদিনে পড়ে যাওয়ায় দীপা কিছুটা ইতস্তত করতে থাকে। কিন্তু ১ লাখ টাকা অনেকটা বড় অঙ্ক। সেই জন্য জয়, অর্জুন, ঊর্মির সাহায্য নিয়ে দীপা এই কাজটি পূরণ করার সিদ্ধান্ত নেয়।

Anurager Chhowa Sona fights with Surjya

নাচের প্রতিযোগিতার দিন সকাল সকাল জন্মদিন বাড়ির গেট সাজিয়ে দেয় দীপা। কিন্তু সূর্য এসে ইচ্ছা করে সমস্ত কিছু নষ্ট করে দেয়। বাড়ির সকলে গেটের এমন দশা দেখে অবাক হয়ে যায়। কীভাবে এটা হল কেউ বুঝতে পারে না। তবে সোনা দেখে ফেলে, গাছের আড়ালে লুকিয়ে আছে সূর্য। সোনা সোজা তার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কেন এমনটা করলো? তখন নিজের মাথার দিব্যি দিয়ে মেয়ের মুখ বন্ধ করিয়ে দেয় সূর্য।

আরও পড়ুনঃ ‘চেটে চেটে খাবো’, ‘দাদাগিরি’র মঞ্চে সোহমের ‘হরলিক্স’ ডায়লগ শুনে হাসি চাপা দায় সৌরভের

এদিকে নাচের প্রতিযোগিতার জন্য তৈরি হতে থাকে দীপা। সেই সময় আচমকাই অর্জুনের কাছে ফোন আসে যে অনুষ্ঠানের সাজানো গেট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। সেই গেট যদি এক্ষুনি না এসে ঠিক করা হয় তাহলে আর কোনও টাকা তো দেওয়া হবেই না, সেই সঙ্গে অ্যাডভান্সের টাকাটাও ফেরত নিয়ে নেওয়া হবে। সূর্যর তৈরি করা এই বিপদ থেকে নিজেকে কীভাবে বাঁচাবে দীপা? সোনা কি মুখ খুলবে বাবার বিরুদ্ধে? আপাতত এটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥