• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অমানুষ পরাগকে জেলের ঘানি টানাবে শিমুল, পাশে শতদ্রু! টিভির আগেই ফাঁস টানটান উত্তেজনার পর্ব

পরাগ যে মানুষ হিসেবে কতখানি খারাপ তা আরও একবার বুঝে গেল ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) শিমুল। স্বামীর ব্যবহারে আচমকা পরিবর্তন দেখে প্রথমেই সন্দেহ হয়েছিল তার। তবে একটা সময় সে ভেবেছিল, পরাগ যদি সত্যি ভালো হয়ে যায় তাহলে তার সঙ্গে নতুন করে সবটা শুরু করবে সে। তবে ফের একবার শিমুলের সেই আশায় জল ঢেলে দিল পরাগ।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, গয়না চুরির অপবাদ দেওয়া হয়েছে শিমুলের প্রাক্তন প্রেমিক শতদ্রুর ওপর। গত পর্বে দেখা যায়, শতদ্রুর ব্যাগ থেকে প্রতীক্ষার হারিয়ে যাওয়া গয়নাগুলো পাওয়া যায়। শতদ্রু বারবার বলতে থাকে, শিমুল কিংবা সে কেউই এই কাজ করেনি। কিন্তু কেউ তার কোনও কথা শোনে না। গয়না চুরির অপবাদে শতদ্রুকে ধরে নিয়ে যায় পুলিশ।

   

Kar Kache Koi Moner Kotha Shatadru in jail

তবে যাওয়ার আগে শতদ্রু (Shatadru) বলে যায়, যে এই কাণ্ড ঘটিয়েছে সে খুব তাড়াতাড়ি ধরা পড়বে। পরের দিন সকাল হতেই শিমুল (Shimul), বিপাশারা থানায় যায়। অফিসারের কাছে গিয়ে তারা বলে, শতদ্রু এমন কোনও কাজ করতে পারে ন। আর প্রমাণ ছাড়া কাউকে আটকে রাখা যায় না।

আরও পড়ুনঃ মা হচ্ছে ‘রাঙা বউ’! বিয়ের মরশুমে নিজেই সুখবর দিলেন অভিনেত্রী শ্রুতি দাস

এরপর শতদ্রুর সঙ্গে দেখা করতে যায় শিমুল। যে গিয়ে বলে, এখন বুঝতে পারছিস তোকে আসতে কেন বারণ করেছিলাম? তবে ভেঙে না পরে শিমুল কথা দেয়, সে শতদ্রুকে ঠিক নির্দোষ প্রমাণ করবে। আর তারপর পরাগদের বাড়ি ছেড়ে বেরিয়ে আসবে।

Kar Kache Koi Moner Kotha Shatadru in jail

আরও পড়ুনঃ বাথরুমের থেকেও ছোট ছিল ঘর! আজ ২ ফ্ল্যাটের মালকিন, শ্বেতার সাফল্য শুনে হতবাক সৌরভ গাঙ্গুলী

অন্যদিকে মধুবালার সামনে শিমুল এবং তার বন্ধুর নিন্দা করতে থাকে পরাগ (Parag) আর পলাশ। তবে সম্পূর্ণ ঘটনার পর প্রিয়াঙ্কা বেশ ভয়ে ভয়ে আছে। কিন্তু পরাগ তাকে আশ্বস্ত করে বলে, ভয় পাওয়ার কিছু নেই। সে কোনও না কোনও প্ল্যান ঠিক বের করে ফেলবে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কীভাবে শতদ্রুকে নির্দোষ প্রমাণিত করে শিমুল।